ছবি: সংগৃহীত
জাতীয়

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২

সান নিউজ ডেস্ক: একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক পরিচয়ে প্রকৌশলীর কাছে চাঁদা দাবির অভিযোগে মো. সুমন খান (৪০) ও আফজাল ওরফে আকাশ (৪০) নামে দুজনকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

আরও পড়ুন: গাজীপুরে বাসে আগুন, সড়ক অবরোধ

মঙ্গলবার (২২ মার্চ) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল২৪’ থেকে অভিযোগ পাওয়ার পর ধানমন্ডি মডেল থানার টহলরত পুলিশ ওই থানাধীন ৮/১ রোডের ৬৬ নম্বর বাড়ির একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রকৌশলীর বাসার সামনে থেকে তাদের গ্রেফতার করে। পরে তাদের থানায় আনা হয়। এ বিষয়ে চ্যানেল২৪ এর এক্সকিউটিভ অ্যাডমিন মহিউদ্দিন আহমদ একটি অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়। মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি বড় ক্যামেরা, তিনটি মোবাইল ফোন, তিনটি আইডি কার্ড জব্দ করা হয়। আইডি কার্ডের একটিতে আশ্রয় প্রতিদিন ও একটিতে টপনিউজ২৪বিডি লেখা।

আরও পড়ুন: ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

এ বিষয়ে চ্যানেল২৪ এর ক্রাইম রিপোর্টার হিরন খান বলেন, টপনিউজ২৪বিডিতে কর্মরত দুজন চ্যানেল২৪ এর নাম ও পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলেন। তারা সোমবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে ধানমন্ডির ওই অবসরপ্রাপ্ত প্রকৌশলীর বাসার সামনে ডিজিটাল রেকর্ডিং সুবিধাসম্পন্ন একটি বড় ক্যামেরা, গলায় আইডি কার্ড ঝুলিয়ে ও মোবাইল ফোনসহ অবস্থান করেন। তারা ওই প্রকৌশলীর বাসার দিকে ক্যামেরা তাক করে ভিডিও করার ভঙ্গি করতে থাকেন।

একপর্যায়ে বাসায় থাকা লোকজন তাদের দীর্ঘক্ষণ সন্দেহজনক অবস্থান করা ও বাসার দিকে ক্যামেরা ধরে রাখার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন অজুহাতে অবস্থান করতে থাকেন। এসময় তারা বাসার দিকে তাকিয়ে উচ্চস্বরে বলতে থাকেন প্রকৌশলী সরকারি চাকরিতে থাকার সময় অনেক দুর্নীতি করে অর্থসম্পদ গড়েছেন বলে তাদের কাছে তথ্য-প্রমাণ আছে। এজন্য মোটা অংকের টাকা না দিলে প্রকৌশলীর বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রচার করে তার অর্থনৈতিক ক্ষতি ও মানহানি করা হবে।

তিনি বলেন, ওইদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে আমি, ৭১ টেলিভিশনের ক্রাইম রিপোর্টার মইন মিজান ও কামাল আব্দুল্লাহ ছাইয়েদ জনিসহ ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করি। তারা এলোমেলো কথাবার্তা বলতে থাকেন। সেসময় আসামি আলী আফজাল ওরফে আকাশের হাতে ছিল ডিজিটাল রেকর্ডিংয়ের একটি বড় ক্যামেরা, যাতে চ্যানেল২৪ এর লোগোর মতো করে টপনিউজ২৪বিডি’র লোগো লাগানো। এই ক্যামেরা দিয়ে বিভিন্ন অনৈতিকমূলক কাজ করতেন তারা।

আরও পড়ুন: যুদ্ধবিরতি চাই

এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে ওই এলাকায় থাকা ধানমন্ডি থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাদের গ্রেফতার করে। তারা চ্যানেল২৪ এর সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির কথা স্বীকার করেছেন। ধানমন্ডির ওই প্রকৌশলীর কাছে মোটা অংকের চাঁদা দাবির জন্য দীর্ঘক্ষণ ধরে তার বাসার দিকে ক্যামেরা ধরে ভয় দেখানোর কথাও স্বীকার করেন তারা।’

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

মরহুমা কারও থেকে ঋণ নিয়ে থাকেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেলসহ ৩ জন আটক

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে সহিংসতা ও...

সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

যশোর জেলার কেশবপুরে সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক...

মুন্সীগঞ্জ-১ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাত...

মাদারীপুরে তীব্র শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

মাদারীপুরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫...

ডিবি পরিচয়ে মাইক্রোবাস ডাকাতি, আটক ৪ জন

মাদারীপুরে ডিবি পরিচয় দিয়ে মাইক্রোবাস ডাকাতির অভিযোগে চারজন ডাকাতকে গ্রেপ্তার...

সিলেটে খালেদা জিয়ার জন্য ক্রিকেটার ও কর্মকর্তাদের মোনাজাত

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের সিলেট পর্ব চলার...

খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন: সালাহউদ্দিন আহমদ

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি আসনে আগে...

এবার পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা