মশা নিধনে বিশেষ অভিযান (ছবি: সংগৃহীত)
জাতীয়

মশা নিধনে ডিএনসিসির বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক: মশা নিধনে এক সপ্তাহের বিশেষ অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিশেষ এই আগামী ১৭ মার্চ পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকে ডিএনসিসির বিভিন্ন এলাকায় এ অভিযান শুরু হয়।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমানের উপস্থিতিতে ১৬ নম্বর ওয়ার্ড ইব্রাহিমপুর খালের পাশের এলাকা থেকে এ কার্যক্রম শুরু করা হয়।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, নগরীর ৫৪ নম্বর ওয়ার্ডে মশা নির্মূল করতে একযোগে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে মশা সম্পূর্ণ নির্মুল করতে না পারলেও, সহনীয় মাত্রায় নিয়ে আসা সম্ভব হবে। এসব কর্মসূচিতে জনগণ সম্পৃক্ত হলে লক্ষ্য অর্জন বেশি সহজ হয়।

ব্রিগেডিয়ার জোবায়দুর বলেন, সরাসরি বর্জ্য খালে ফেলায় দূষণ হচ্ছে। মশা বাড়ছে। একজনের কারণে সমাজের অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাউজিং সোসাইটি, ইমামসহ মানুষের সঙ্গে আমরা মিটিং করেছি। মাইকিং করেছি। ডিএনসিসিতে আধা-সরকারি, সরকারি ছয় শতাধিক প্রতিষ্ঠান আছে। তাদের সবাইকে নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি জানান, সামনের দিনগুলোতে এডিস মশার মৌসুম আসছে। পানির মধ্যে বিশেষ ট্যাবলেট দেওয়া হচ্ছে। উড়ন্ত মশার জন্য ফগিং এবং ড্রেন নর্দমার জন্য লার্ভি সাইড স্প্রে করা হচ্ছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৫১

প্রসঙ্গত, গত ৭ মার্চ ডিএনসিসির মূল ফটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মেয়র আতিকুল ইসলাম ঘোষণা দিয়েছিলেন ১০ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত এক সপ্তাহব্যাপী মশক নিধনের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা