কূটনৈতিক প্রতিবেদক: এ মাসের শেষ সপ্তাহে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের গ্লাসগো যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩১ অক্টোবর ঢাকা ছাড়বেন তিনি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) পররাষ্ট্র ভবনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন এবং তিনি সেখানে বক্তব্য রাখবেন। এবারের সম্মেলন যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে।
আগামী ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বরের গ্লাসগো সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন। জলবায়ু সম্মেলনে নিয়মিত অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। আসন্ন সম্মেলনে একাধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সাথে স্বাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সান নিউজ/এফএইচপি
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            