জাতীয়

এডিপিতে গুরুত্ব পাচ্ছে পাঁচ মেগা প্রকল্প

নিজস্ব প্রতিবেদক:

এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বেশি প্রাধান্য পেয়েছে পাঁচটি মেগা প্রকল্প। এর মধ্যে বেশি বরাদ্দ দেয়া হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে।

সরকারের এই পাঁচটি প্রকল্পে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৭৩ কোটি টাকা। যা পুরো এডিপির ১৯ শতাংশ।

অন্য চার প্রকল্পের মধ্যে রয়েছে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচি, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, পদ্মাসেতু ও মেট্রোরেল প্রকল্প। এর মধ্যে সর্বোচ্চ ১৫ হাজার ৬শ’ ৯১ কোটি টাকা বরাদ্দ আছে রূপপুর বিদ্যুৎ প্রকল্পে।

গত ১৯ মে আগামী অর্থবছরের (২০২০-২১) জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করে সরকার।

২০২০-২১ অর্থবছরের এডিপিতে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পে ৩ হাজার ৬৮৪ কোটি টাকা, মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩ হাজার ৬৭০ কোটি টাকা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণে (থার্ড টার্মিনাল নির্মাণ) ২ হাজার ৮শ ৯৯ কোটি টাকা, বঙ্গবন্ধু রেলসেতু প্রকল্পে ২ হাজার ৭শ’ ৪৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

জানা গেছে, এই পাঁচ মেগা প্রকল্পের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা খাতের প্রকল্প রয়েছে দুটি। আর তিনটি রয়েছে অবকাঠামো প্রকল্প। এছাড়া একশ’ এর বেশি প্রকল্পে অল্প পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, আগামী অর্থবছরের এডিপির আওতায় মোট এক হাজার ৫৮৪টি প্রকল্প রয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প এক হাজার ৪৫৭টি এবং কারিগরি সহায়তা প্রকল্প ১২৭টি। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থার প্রকল্প সংখ্যা ৮৯টি। চলতি বছর প্রকল্পের সংখ্যা ছিল এক হাজার ৭০০টি।

জানা গেছে, করোনার সংক্রমণ রোধ এবং অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব মোকাবিলায় আগামী অর্থবছরের জন্য এডিপিতে স্বাস্থ্য খাতে নতুন এবং পুরনো প্রকল্পে মোট ১৩ হাজার ৩৩ কোটি টাকা বরাদ্দ অনুমোদন দিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে ৫ হাজার ৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

জানা গেছে, আগামী অর্থবছরে পদ্মাসেতু প্রকল্পে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। গত এপ্রিল মাস পর্যন্ত প্রকল্পের ৭৯ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি অর্থবছরে ৫ হাজার ৩৭১ কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও পরে কমিয়ে ৪ হাজার কোটি টাকা করা হয়েছে। আগামী বছর জুন মাসে প্রকল্পটি শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণ প্রকল্পটির জন্য এবারের এডিপিতে বরাদ্দ দেয়া হয়েছে ৪ হাজার ৩শ’ ৭০ কোটি টাকা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনকল্যাণমুখী কার্যক্রমে দেশ আজ এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, প্রধানম...

আবেদনময়ী লুকে নুসরাত

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্র চিত্রনায়িকা নুসরাত...

খাগড়াছড়িতে শাশুড়ি হত্যায় জামাতা আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জুয়া খেলতে...

৬ তারিখে বাজেট প্রস্তাবন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, ৬...

গণতন্ত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকামী মান...

বাক-বিতণ্ডার জেরে নিহত ১

উপজেলা প্রতিনিধি: সাভার জেলার আশু...

হিমাগারে মজুত ১ লাখ ডিম

জেলা প্রতিনিধি: বগুড়া সদরে &lsquo...

নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : চাঁদপুরে নিখোঁজ হওয়ার পর ডাকাতিয়া নদী থেকে...

কিরিগিজস্তানে শিক্ষার্থীদের বাইরে যাওয়া নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি,...

ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা