নিজস্ব প্রতিবেদক : দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। যা আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। এবারের লকডাউন বাস্তবায়নে ২৩টি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী দেশের সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন এবং সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
বন্ধ থাকবে অভ্যন্তরীণ বিমান চলাচলও। তবে চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট। বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট বা প্রমাণ পত্র প্রদর্শন করে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।
এছাড়া জরুরি পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, নৌযান, পণ্যবাহী রেল, ফেরি এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।
সান নিউজ/ এমএইচআর