জাতীয়

পদ্মা পারের অপেক্ষায় রাতেও গাড়ির জটলা

মাদারীপুর প্রতিনিধি: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের বাংলাবাজার ঘাটে পদ্মা পারের অপেক্ষায় রাজধানীগামী গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে বাংলাবাজার ঘাট পর্যন্ত ৪ কিলোমিটার পথে গাড়ির জটলা তৈরি হয়েছে।

জানা গেছে, এই নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। স্রোতের তীব্রতার কারণে ফেরি ঘাটে ভিড়তে অন্য সময়ের চেয়ে দ্বিগুন সময় লাগছে । ফলে পর্যাপ্ত যানবাহন পার করা সম্ভব হচ্ছে না; দীর্ঘতর হচ্ছে গাড়ির জট।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, শিবচরের বাংলাবাজার ঘাটে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকামুখী যাত্রীদের ভিড়। ঈদ এবং কঠোর লকডাউনের আগে যারা বাড়ি ফিরেছিলেন তারা ঢাকাসহ বিভিন্ন স্থানে ফিরতে শুরু করেছেন। ভোর থেকে যেহেতু কঠোর লকডাউন তাই ঢাকায় ফেরার তাড়া তৈরি হয়েছে।

‘শুক্রবার (২৩ জুলাই) পদ্মা পার হতে চাওয়া অসংখ্য যাত্রীরা ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘাটে এসেছেন। একযোগে যাত্রীদের উপস্থিতিতে ঘাট এলাকায় ব্যাপক চাপ তৈরি হয়েছে। পাশাপাশি ফেরিতে দ্বিগুন সময় লাগায় ফেরির ট্রিপের সংখ্যা কমে গেছে। এতে পর্যাপ্ত পরিবহনও পার করা সম্ভব হচ্ছে না। ফলে ঘাটে পারাপারের অপেক্ষারত যানবাহনের সংখ্যা প্রয়োজন অনুযায়ী কমছে না।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ বলেন, ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেরিগুলোও টানা চলছে। তবে যানবাহনের সংখ্যা অনেক বেশি। তাই কিছুটা হিমশিম খেতে হচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোরেলগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের...

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্...

ফেনীতে প্রাথমিকে শতভাগ বই এলেও মাধ্যমিকে অর্ধেকেরও কম সরবরাহ

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থ...

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়া...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা