নিজস্ব প্রতিনিধি,সাভার: সাভারে অবৈধভাবে দখল করা শতবর্ষী ভাগলপুর খাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন ।
রোববার (১৬ মে) দুপুরে সাভার পৌর এলাকার দক্ষিণ দরিয়ারপুর মহল্লায় অবৈধভাবে দখলকৃত খালে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় ।
এ সময় উদ্ধার অভিযানে ত্রাণ প্রতিমন্ত্রি ডা.এনামুর রহমান যোগ দিয়ে নানা দিক নির্দেশনা দেন । সেই সাথে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।
এসময় উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মাজহারুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জরুল ইসলাম রাজীব,পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণিসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ ।
সান নিউজ/আরএস
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            