নিজস্ব প্রতিবেদক: দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিটের নিচ থেকে দুই কোটি টাকা মূল্যের ২৮টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-৫০৪৬) তল্লাশি করে সিটের নিচে অভিনব উপায়ে লুকানো এসব সোনা জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কাস্টমস গোয়েন্দার কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি করা হলে বিমানের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৮টি সোনার বার পাওয়া যায়। ৩ কেজি ২৪৮ গ্রাম ওজনের এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় দুই কোটি ছয় লাখ ২৫ হাজার টাকা।
সান নিউজ/আরআই
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            