ত্রিপুরা প্রতিনিধি:
ভারতের ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে ঊনকোটি জেলার মনুঘাট এলাকায় তৈরী হচ্ছে ইন্টিহ্রেটেড ডেভলপমেন্ট কমপ্লেক্স (আইডিসি)।
উভয় দেশের মধ্যে পণ্য আমানী রপ্তানীর কাজ সহজ করতে অত্যাধুনিক সুবিধাযুক্ত গোডাউন, গাড়ি থেকে পণ্য উঠানো-নামানোর ব্যবস্থা থাকবে এখানে।
২০১৭ সারের ২৬ শে জানুয়ারী অত্যাধুনিক এই সীমান্ত কেন্দ্রটির উদ্বোধনের মধ্য দিয়ে প্রাথমিক কাজের কিছটাু শুরু হলেও নানা জাটিলতায় তা আটকে ছিল এতোদিন।
প্রায় তিন বছর পর কমপ্লেক্সটির কাজ আবারও শুরু হতে যা”েছ। রোববার (৫ জানুয়ারী) এলাকাটি পরিদর্শনে যান ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, রাজ্যেও শিল্প ও বাণিজ্য সচিব কিরণ গিতে।
চলতি বছর থেকেই সীমান্ত বাণিঝ্য কেন্দ্রটি চালু হবে বলে আশা করা হচ্ছে।