জাতীয়

আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য রেডি হচ্ছে ১ হাজার ঘর

সান নিউজ ডেস্ক : ঘুর্ণিঝড় আম্পানের তাণ্ডবে দেশের ২৫ জেলায় হতাহতের পাশাপাশি অনেকে হারিয়েছেন বসবাসের ঘর। বাড়ি থাকলেও টাকার অভাবে ঘর মেরামত করতে না পেরে অনেক পরিবার এখনও রাস্তায় কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য এক হাজার ঘর নির্মাণ করছে সরকার। আগামী বছরের শুরুতে এসব ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে বলে জানা গেছে।

প্রকল্পের আওতায় বাগেরহাটে ২৫টি, ভোলায় ১০টি, গোপালগঞ্জে ৫০টি, মাদারীপুরে ৫টি, ঝালকাঠিতে ৫টি, খুলনায় ২৪৯টি, লক্ষ্মীপুরে ৬টি, নোয়াখালীতে ৫টি, পটুয়াখালীতে ১০টি, সাতক্ষীরায় ২১১টি, শরীয়তপুরে ৬টি, ঝিনাইদহে ১৬৩টি, চুয়াডাঙায় ১৫টি, কুষ্টিয়ায় ১৫টি, মেহেরপুরে ১০টি, বগুড়া ১০টি, রংপুরে ৮টি, লালমনিরহাট ৭টি, কুড়িগ্রামে ১টি, যশোরে ১৩৯টি, মানিকগঞ্জে ৫টি, ফরিদপুরে ৫টি, মাগুরায় ১০টি এবং রাজবাড়ীতে ৫টি ঘর নির্মাণ করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের উপকূলীয় ২৫ জেলায় ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে সাড়ে এগারোশ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এছাড়া বাঁধ, রাস্তা, ব্রিজ কালভার্টসহ, গাছপালা, কৃষি ও চিংড়ি ঘের এবং মাছ চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। যে ক্ষতি কাটিয়ে এখনও অনেকেই ঘুরে দাঁড়াতে পারেনি। তবে সরকার ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

সূত্র জানায়, দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত ২৫ জেলার জন্য ১৭ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের অনুকূলে যাওয়া ওই বরাদ্দ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপজেলার ক্ষয়ক্ষতির পরিমাণ ও মাত্রা বিবেচনা করে ঘরে সংখ্যা নির্ধারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘর নির্মাণকাজ শেষে উপকারভোগীদের নামের তালিকা বাংলাদেশ ব্যাংক প্রদত্ত সংযুক্ত ছক অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে পাঠাবে। এরপর ইউএনও যার জমি আছে ঘর নেই তার জমিতে গৃহ নির্মাণ নীতিমালার আলোকে ঘর বানিয়ে দেবেন। মুজিববর্ষ উপলক্ষ্যে দেশের সব ভূমিহীন ও গৃহহীনের জন্য গৃহ প্রদান নীতিমালা-২০২০-এ অন্তর্ভূক্ত নকশা অনুযায়ী এসব ঘর নির্মাণ করা হচ্ছে।

জানা গেছে, এরই মধ্যে প্রকল্পের অর্থ জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে অর্থ পাওয়ার পর তিন মাসের মধ্যে কাজ শেষ করার কথা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) সরাসরি ক্রয় পদ্ধতিতে নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। পিআইসির সদস্যরা গৃহ নির্মাণকালে প্রতিটি গৃহ সার্বক্ষণিকভাবে নিবিড় তদারকি ও পর্যবেক্ষণ করবেন। এ সময় তারা নির্মাণের গুণগত মান নিশ্চিত করবেন।

এ প্রসঙ্গে আশ্রয়ন-২ প্রকল্পের পরিচালক মো. মাহবুব হোসেন বলেন, ‘কিছুদিন আগে প্রকল্পের কাজ শুরু হয়েছে। এরইমধ্যে জেলা প্রশাসকদের কাছে অর্থ ছাড় করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই কাজ শেষ করার সম্ভব হবে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির ভিডিও ভাইরাল, এনসিপি নেতাকে শোকজ

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ...

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান বাংলাদেশের বোয়িং

ইতালির রোমে আটকা পড়েছে বিমানের একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ।বিমানটিতে ২...

বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আনুষ্ঠানিকভাবে দায়িত...

নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল–প্রিয়াঙ্কা আটক

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক...

গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৪ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল–জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছেন...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা