নীতিমালা সংক্রান্ত জটিলতায় ছাটাই শ্রমিকদের নগদ অর্থ প্রাপ্তি অনিশ্চিত
জাতীয়

নীতিমালা সংক্রান্ত জটিলতায় ছাটাই শ্রমিকদের নগদ অর্থ প্রাপ্তি অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক : চীন থেকে শুরু করে বাংলাদেশসহ সারা পৃথিবী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত হওয়ার ফলে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প ইন্ডাস্টিসজসহ সকল ক্ষেত্রে করোনার মারাত্মক প্রভাব পড়ে। কারখানার নারী-পুরুষ শ্রমিক যারা শিল্প-কারখানা বন্ধের কারনে চাকরিচ্যুত হয়েছে সেই তথ্য নেই সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে। চাকরিচ্যুত শ্রমিকদের তালিকা করা নিয়েও রয়েছে নীতিমালা সংক্রান্ত জটিলতা।

এসব নীতিমালা সংক্রান্ত জটিলতার কারণে শ্রমিকদের জন্য দাতাদের দেওয়া অর্থ সহায়তা বিতরণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক খাতে, চামড়া ও চামড়াজাত পণ্যেরে উৎপাদন শিল্পে চাকরিচ্যুত শ্রমিকদের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানি সরকার ১ হাজার ১৩৫ কোটি টাকার অর্থ সহায়তা দিয়েছে।

গত মার্চ মাসের পর থেকে করোনাভাইরাসের প্রভাবে ক্ষুদ্র-মাঝারী থেকে বৃহৎ শিল্পের উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ায় হঠাৎ উৎপাদন থেমে যায় পোশাক কারখানায়। সেই ধাক্কায় প্রায় দুই হাজারের বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে । জুন মাস থেকে শ্রমিক ছাটাইয়ের মাধ্যমে স্বল্প পরিসরে উৎপাদন শুরু করলেও এখনও পুরোদমে ঘুরে দাঁড়াতে পারেনি পোষাকখাত।

অন্য সব শিল্পের মতো কাজ হারিয়েছেন চামড়া ও চামড়াজাত পণ্য এবং তারসঙ্গে সংশ্লিষ্ট শিল্পের শ্রমিকরাও। তাদের মানবেতর জীবনের সহায়তায় এগিয়ে আসে ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানি। ১ হাজার ১৩৫ কোটি টাকার সহায়তা দিয়েছে দুই উন্নয়ন সহযোগী। এসব অর্থ বিতরণে কোন নীতিমালা চুড়ান্ত করতে পারেনা শ্রম অধিদপ্তর।

এ বিষয়ে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান বলেন, বাংলাদেশ পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টাস এসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) ও বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সদস্য প্রতিষ্ঠানের যেসব শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন সেসব শ্রমিকরা এই সুবিধাটি পাবেন।

নীতিমালায় বলা হয়েছে, করোনার প্রভাবের মধ্যে মার্চের ৮ তারিখের পর থেকে চাকরি হারানো তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং পাদুকা শিল্পের শ্রমিকরা পরবর্তী তিন মাসের জন্য প্রতিমাসে তিন হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা পাবেন। এই সময়ে শারীরিকভাবে অক্ষম, প্রসূতি, করোনাভাইরাস অথবা অন্য কোনো রোগে আক্রান্ত হলেও দেওয়া হবে সহায়তার অর্থ। তবে ওই তিনমাসে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা এই নগদ সহায়তা পাবেন না।

এ কে এম মিজানুর রহমান আরও বলেন, ফেব্রুয়ারি মাসের পে-রোলে যাদের নাম ছিল সেটা হবে শ্রমিকদের ভিত্তি। যারা ওই সব প্রতিষ্ঠানে কর্মরত নাই তাদের তালিকা পাঠাবে সংশ্লিষ্ট শিল্প সংগঠন। সেই তালিকা সংশ্লিষ্টদের কাছে উপস্থাপন করে যদি কোনো ত্রুটি না থাকে তাহলে প্রধান হিসাবরক্ষণ অফিসারের কাছে পাঠানো হবে। জানা গেছে, বরাদ্দকৃত অর্থে ১২ লাখেরও বেশি শ্রমিককে সহায়তা দেওয়া যাবে। এর জন্য তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে তৈরি পোশাক ও চামড়াখাতের চার শীর্ষ সংগঠনকে। তবে সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের পক্ষে নীতিমালা অনুযায়ী তালিকা তৈরি করা সম্ভব নয়।

বিকেএমইএর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ছাঁটাইকৃত শ্রমিকদের সবাই কি কর্মহীন আছে? এই নিশ্চয়তা কে দেবে? ধরেন বিকেএমইএর একটি কারখানার ছাঁটাই হওয়া শ্রমিক বিজিএমইএর একটি কারখানায় যোগ দেয়নি, সেই নিশ্চয়তা কে দেবে? তিনি আরও বলেন, যারা বিজিএমইএ, বিকেএমইএর সদস্য না অথবা যেসব কারখানা আমাদের সাব কন্ট্রাক্টে কাজ করছে তাদের শ্রমিকদের সহায়তা দেওয়ার সুযোগ এই নীতিমালায় নেই। আমি মনে করি সেখানে প্রকৃত ক্ষতিগ্রস্ত আরও অনেক বেশি শ্রমিক।

চামড়াজাতপণ্য ও রপ্তানিকারক সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন বলেন, দিবেতো মাত্র তিন হাজার টাকা। তার জন্য এত প্রস্তুতি, আনুষ্ঠানিকতা আর নানা রকমের কাহিনীর কারণে শ্রমিকরাও আগ্রহী নয় সহায়তা নিতে। আমরা অনেক শ্রমিক ও ট্যানারি মালিকদের বলছি, কারও কোনো আগ্রহ দেখছি না। এসব কারণে নগদ সহায়তা বিতরণ কার্যক্রম বাস্তবায়নে নাম পাঠায়নি দায়িত্বপ্রাপ্ত চার মালিক সংগঠনের তিনটিই।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় কবির জন্মবার্ষিকী

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অত...

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় বাসের চাপায় নিহত হয়েছেন...

ফের আসছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: টানা দ্বিতীয়বার...

রায়ের কার্যকরী পদক্ষেপ চান ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি...

খাগড়াছড়িতে গৃহবধুর আত্মহত্যা

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত নিরাপত্তা বাহিনী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্...

স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিহত ১

নিনা আফরিন, পটুয়াখালী: ফুফু ও বোনকে আশ্রয়কেন্দ্রে আনতে গিয়ে...

অস্ট্রেলিয়ায় উন্মোচিত হলো বিওয়াইডি সিলায়ন ৬

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মে...

খাগড়াছড়িতে গৃহবধুর আত্মহত্যা

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

চাটখিলে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ধান কাটার রোলার মেশিনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা