ছবি: সংগৃহীত
জাতীয়

জয়, পুতুলকে প্লট জালিয়াতি মামলায় পাঁচ বছরের সাজা

সান নিউজ অনলাইন 

প্লট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে (পুতুল) পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণা করেন।

রায়ের আগে আদালতকে জানান হয়েছে, গ্রেপ্তার আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষ থেকে কোনো যুক্তি উপস্থাপন হয়নি। তারা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি।

দুদক প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান জানান, আসামিদের সর্বোচ্চ সাজা—জাবজ্জীবন কারাদণ্ড—প্রত্যাশা করা হয়েছিল। অপরদিকে আসামি খুরশীদ আলমের আইনজীবী শাহীনুর রহমান বলেছেন, দুদক তার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়নি।

মামলাগুলোর সূত্রে জানা যায়, প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে ২০২৫ সালের জানুয়ারিতে পৃথক ৬ মামলা করা হয়। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার কন্যা ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, কন্যা আজমিনা সিদ্দিকসহ আরও অনেকে আসামি ছিলেন।

শেখ পরিবারের বাইরে আসামিদের মধ্যে ছিলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।

মামলার নথি অনুযায়ী, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সরকারের সর্বোচ্চ পদে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হলেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন। দুদক অভিযোগ করেছে, এই প্লট বরাদ্দের জন্য তারা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করেছিলেন।

আদালতের রায়ে সজীব ও পুতুলের প্রতি পাঁচ বছরের সাজা এবং অন্যদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। মামলার রায়ে রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার নিশ্চিত করার গুরুত্বও পুনর্ব্যক্ত করা হয়েছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রাণিসম্পদ সপ্তাহ পালন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটের...

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ পালন

খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তা...

দুর্ঘটনা না পরিকল্পিত রূপান্তরের ছায়া?

ঢাকার হৃদয়ে অবস্থিত কড়াইল বস্তিতে আবারও আগুন। মঙ্গ...

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার–৪

নোয়াখালীর কবিরহাটে পৃথক অভিযানে বিএনপি নেতার দুই ভাইসহ আন্তঃজেলা মোটরসাইকেল চ...

ভোটের আগে দেশের ৬৪ জেলার এসপি বদলি; থানাগুলোর ওসিও নির্ধারিত হবে লটারিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ট...

ইসি ও আইন-শৃঙ্খলা বাহিনীর বৈঠক, সিসি ক্যামেরা ও মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত

নির্বাচনের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত...

চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ রেলকর্মী নিহত, নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চল কুনমিংয়ে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক ভয়াবহ রেল দুর্ঘট...

নারী সাংবাদিককে ‘কুৎসিত’ আখ্যা, ট্রাম্পের বিতর্কিত মন্তব্য আবারো আলোচনায়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একব...

বিপিএল নিলামে ১৫৮ স্থানীয় ক্রিকেটার, ক্যাটাগরি ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত কে কোথায়

বিপিএলের ১২তম আসরের জন্য চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশিত হয়েছে। এতে ১৫৮ জন স্থা...

বছর ঘুরলেই বাড়ে ভাড়া: রাজধানীর ভাড়াটিয়াদের আয় ছিন্নমূলের পথে

ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ন্ত্রণের অভাব ও দ্রুত জনসংখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা