ছবি: সংগৃহীত
জাতীয়
পূর্বাচল প্লট জালিয়াতি

হাসিনা, জয়, পুতুলের বিরুদ্ধে তিন মামলার রায় আজ

সান নিউজ অনলাইন 

পূর্বাচল নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দে ব্যাপক জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দায়ের করা তিনটি দুর্নীতি মামলার রায় আজ ঘোষণা করবে ঢাকার বিশেষ জজ আদালত-৫। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ২৩ জন এই মামলার আসামি। মামলাগুলোর দীর্ঘ শুনানি শেষে গত ২৩ নভেম্বর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজকের তারিখ নির্ধারণ করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, ২৩ আসামির মধ্যে ২২ জন আদালতে হাজির না হওয়ায় বিচার দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, বেলা ১১টায় রায় ঘোষণা হতে পারে বলে আশা করা যাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, তিন মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট ৭৭ জন—যার মধ্যে অনেক সাক্ষীই তিন মামলাতেই অভিন্ন।

প্রথম মামলায় হাসিনাসহ ১২ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ২৮ জন, দ্বিতীয় মামলায় হাসিনা ও পুতুলসহ ১৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ২২ জন এবং তৃতীয় মামলায় হাসিনা ও জয়সহ ১৭ আসামির বিরুদ্ধে ২৭ জন সাক্ষ্য দিয়েছেন। তিন মামলার বাইরেও পূর্বাচল প্লট দুর্নীতির আরেকটি মামলার রায় ১ ডিসেম্বর ঘোষণা করবেন বিশেষ জজ আদালত-৪। এতে আসামি হিসেবে রয়েছেন হাসিনা, তার বোন শেখ রেহানা এবং যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জন।

এছাড়া হাসিনা, তার ভাগ্নি আজমিনা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ আরও ২১ জনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা একই আদালতে বিচারাধীন রয়েছে। দুদকের অভিযোগ, টিউলিপ তার প্রভাব ব্যবহার করে রেহানা, ববি ও আজমিনার জন্যও অযোগ্য হওয়া সত্ত্বেও প্লট বরাদ্দ নিশ্চিত করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, ছয়টি মামলায় মোট ৫৩ জন সাক্ষ্য দিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন দুদকের ৬ কর্মকর্তা, রাজউকের ৪ কর্মচারী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৭ কর্মকর্তা-কর্মচারী। পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক অঞ্চলে ১০ কাঠার ছয়টি প্লট অবৈধভাবে বরাদ্দের অভিযোগে ১২–১৪ জানুয়ারি দুদক এসব মামলা দায়ের করে। অভিযোগপত্র দাখিল করা হয় ২৫ মার্চ, এবং ৩১ জুলাই অভিযোগ গঠন করেন আদালত।

দুদক জানায়, রাজউকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগসাজশে হাসিনা তার পরিবারের ছয় সদস্যের জন্য বিধি বহির্ভূতভাবে প্লট নেন, যদিও তারা কেউই যোগ্য ছিলেন না। অভিযোগপত্রে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ধারা ৫(২) অনুযায়ী অপরাধ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গসহ একাধিক অভিযোগ উল্লেখ করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সচিব শহিদ উল্লাহ খন্দকার, কাজী ওয়াছি উদ্দিন, সাবেক প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সাবেক সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা এবং আরও অনেক সাবেক ও বর্তমান কর্মকর্তা। আসামিদের মধ্যে খুরশীদ আলম বর্তমানে কারাগারে আছেন।

আজকের রায়কে ঘিরে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মামলাগুলোর গুরুত্ব ও রাজনৈতিক প্রভাব বিবেচনায় দেশজুড়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন ইন্তেকাল করেছেন

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল (৫২) ইন্তেকাল করেছেন।

আহতদের খোঁজ না মেলায় শেখ হাসিনাসহ ১১৩ জনের অব্যাহতির সুপারিশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সাহেদ আলীসহ ১০ জনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায়...

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

নোয়াখালী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ...

প্রবাসীর জমি দখল ও জোরপূর্বক ধান কাটার অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের পৈত্রিক সম্পত্তির...

তুমুল প্রেম, হঠাৎ বিচ্ছেদ—তাহসান ও রোজার সম্পর্কে কী ঘটেছিল?

ঠিক এক বছর আগে, বিনোদন অঙ্গনকে চমকে দিয়ে বিয়ের খবর জানান জনপ্রিয় গায়ক ও অভিনে...

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম...

ফেনীতে গণভোট নিয়ে পেশাজীবী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে জেলা...

হিজাব-নিকাব নিয়ে কটুক্তি: বিএনপি নেতার শাস্তির দাবিতে ইবিতে মানববন্ধন

হিজাব-নিকাব নিয়ে বিএনপি নেতার কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মস...

মমতাজের জমিসহ তিনটি বাড়ি জব্দ করার নির্দেশ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমিসহ...

হত্যাকান্ডের শিকার সমির দাসের বাড়িতে বিএনপি-জামায়াতের প্রার্থী

ফেনীর দাগনভুঞায় দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার অটো রিকশাচালক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা