ছবি: সংগৃহীত
জাতীয়
পূর্বাচল প্লট জালিয়াতি

হাসিনা, জয়, পুতুলের বিরুদ্ধে তিন মামলার রায় আজ

সান নিউজ অনলাইন 

পূর্বাচল নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দে ব্যাপক জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দায়ের করা তিনটি দুর্নীতি মামলার রায় আজ ঘোষণা করবে ঢাকার বিশেষ জজ আদালত-৫। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ২৩ জন এই মামলার আসামি। মামলাগুলোর দীর্ঘ শুনানি শেষে গত ২৩ নভেম্বর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজকের তারিখ নির্ধারণ করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, ২৩ আসামির মধ্যে ২২ জন আদালতে হাজির না হওয়ায় বিচার দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, বেলা ১১টায় রায় ঘোষণা হতে পারে বলে আশা করা যাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, তিন মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট ৭৭ জন—যার মধ্যে অনেক সাক্ষীই তিন মামলাতেই অভিন্ন।

প্রথম মামলায় হাসিনাসহ ১২ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ২৮ জন, দ্বিতীয় মামলায় হাসিনা ও পুতুলসহ ১৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ২২ জন এবং তৃতীয় মামলায় হাসিনা ও জয়সহ ১৭ আসামির বিরুদ্ধে ২৭ জন সাক্ষ্য দিয়েছেন। তিন মামলার বাইরেও পূর্বাচল প্লট দুর্নীতির আরেকটি মামলার রায় ১ ডিসেম্বর ঘোষণা করবেন বিশেষ জজ আদালত-৪। এতে আসামি হিসেবে রয়েছেন হাসিনা, তার বোন শেখ রেহানা এবং যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জন।

এছাড়া হাসিনা, তার ভাগ্নি আজমিনা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ আরও ২১ জনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা একই আদালতে বিচারাধীন রয়েছে। দুদকের অভিযোগ, টিউলিপ তার প্রভাব ব্যবহার করে রেহানা, ববি ও আজমিনার জন্যও অযোগ্য হওয়া সত্ত্বেও প্লট বরাদ্দ নিশ্চিত করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, ছয়টি মামলায় মোট ৫৩ জন সাক্ষ্য দিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন দুদকের ৬ কর্মকর্তা, রাজউকের ৪ কর্মচারী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৭ কর্মকর্তা-কর্মচারী। পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক অঞ্চলে ১০ কাঠার ছয়টি প্লট অবৈধভাবে বরাদ্দের অভিযোগে ১২–১৪ জানুয়ারি দুদক এসব মামলা দায়ের করে। অভিযোগপত্র দাখিল করা হয় ২৫ মার্চ, এবং ৩১ জুলাই অভিযোগ গঠন করেন আদালত।

দুদক জানায়, রাজউকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগসাজশে হাসিনা তার পরিবারের ছয় সদস্যের জন্য বিধি বহির্ভূতভাবে প্লট নেন, যদিও তারা কেউই যোগ্য ছিলেন না। অভিযোগপত্রে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ধারা ৫(২) অনুযায়ী অপরাধ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গসহ একাধিক অভিযোগ উল্লেখ করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সচিব শহিদ উল্লাহ খন্দকার, কাজী ওয়াছি উদ্দিন, সাবেক প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সাবেক সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা এবং আরও অনেক সাবেক ও বর্তমান কর্মকর্তা। আসামিদের মধ্যে খুরশীদ আলম বর্তমানে কারাগারে আছেন।

আজকের রায়কে ঘিরে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মামলাগুলোর গুরুত্ব ও রাজনৈতিক প্রভাব বিবেচনায় দেশজুড়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রাণিসম্পদ সপ্তাহ পালন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটের...

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ পালন

খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তা...

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার–৪

নোয়াখালীর কবিরহাটে পৃথক অভিযানে বিএনপি নেতার দুই ভাইসহ আন্তঃজেলা মোটরসাইকেল চ...

দুর্ঘটনা না পরিকল্পিত রূপান্তরের ছায়া?

ঢাকার হৃদয়ে অবস্থিত কড়াইল বস্তিতে আবারও আগুন। মঙ্গ...

ভোটের আগে দেশের ৬৪ জেলার এসপি বদলি; থানাগুলোর ওসিও নির্ধারিত হবে লটারিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ট...

শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

ঢাকার পূর্বাচল এলাকায় ১০ কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির তিনটি মামলায় সাবেক প্রধা...

মারা যাওয়ার গুজব উড়িয়ে ইমরান খানের সুস্থ থাকার খবর জেল কর্তৃপক্ষের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) প্রতিষ্ঠাত...

তারেক রহমান ভোটার হননি, দেশে ফিরবেন মধ্য ডিসেম্বরে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও যোধদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট...

নয়াদিল্লির পর্যবেক্ষণে বাংলাদেশের চিঠি, হাসিনার ফেরত দাবি আলোচনায়

ভারত বাংলাদেশের পাঠানো অনুরোধ—সাবেক প্রধানমন...

হংকংয়ে আবাসিক এলাকায় ভয়াবহ আগুন, নিহত ৪৪, নিখোঁজ ২৭৯

হংকংয়ের নিউ টেরিটোরিজ অঞ্চলের তাই পো এলাকার ওয়াং ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা