ছবি: সংগৃহীত
জাতীয়

নয়াদিল্লির পর্যবেক্ষণে বাংলাদেশের চিঠি, হাসিনার ফেরত দাবি আলোচনায়

সান নিউজ অনলাইন 

ভারত বাংলাদেশের পাঠানো অনুরোধ—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো সংক্রান্ত—পর্যালোচনা করছে বলে জানিয়েছে নয়াদিল্লি। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অনুরোধপত্রটি তারা পেয়েছেন এবং তা ভারতীয় বিচারিক ও অভ্যন্তরীণ আইনি কাঠামোর আওতায় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

রণধীর জয়সওয়াল বলেন, “আমরা অনুরোধটি পেয়েছি। এটি বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে।” তিনি আরও বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি ভারত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। এর পরপরই বাংলাদেশের পক্ষ থেকে নয়াদিল্লিকে পুনরায় আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় এবং তার বিরুদ্ধে চলমান অন্যান্য বিচার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “হ্যাঁ, আমরা মৃত্যুদণ্ড সংক্রান্ত বিষয়টি নোট করেছি। বাংলাদেশে যে সব ঘটনা ঘটছে, আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।” তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও সামগ্রিক স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী।

সম্প্রতি বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে বৈঠক এবং দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ সম্পর্কে জয়সওয়াল বলেন, “আমরা এ বিষয়ে রিপোর্ট দেখেছি। সময় হলেই এ বিষয়ে অগ্রসর হবো।”

সংবাদ সম্মেলনে তিনি জানান, দুই দেশের নাগরিকদের স্বার্থে কনস্যুলার পর্যায়ে বিভিন্ন বিষয়ে নিয়মিত যোগাযোগ চলছে এবং এসব আলোচনা চলমান থাকবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রাণিসম্পদ সপ্তাহ পালন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটের...

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ পালন

খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তা...

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার–৪

নোয়াখালীর কবিরহাটে পৃথক অভিযানে বিএনপি নেতার দুই ভাইসহ আন্তঃজেলা মোটরসাইকেল চ...

দুর্ঘটনা না পরিকল্পিত রূপান্তরের ছায়া?

ঢাকার হৃদয়ে অবস্থিত কড়াইল বস্তিতে আবারও আগুন। মঙ্গ...

ভোটের আগে দেশের ৬৪ জেলার এসপি বদলি; থানাগুলোর ওসিও নির্ধারিত হবে লটারিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ট...

সরবরাহ বাড়লেও ভোক্তাদের স্বস্তি নেই, শীতের সবজির দাম আকাশছোঁয়া

শীতের সবজির সরবরাহ বেড়লেও দাম নিয়ন্ত্রণে নেই। রাজধ...

জয়, পুতুলকে প্লট জালিয়াতি মামলায় পাঁচ বছরের সাজা

প্লট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত...

শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

ঢাকার পূর্বাচল এলাকায় ১০ কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির তিনটি মামলায় সাবেক প্রধা...

মারা যাওয়ার গুজব উড়িয়ে ইমরান খানের সুস্থ থাকার খবর জেল কর্তৃপক্ষের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) প্রতিষ্ঠাত...

তারেক রহমান ভোটার হননি, দেশে ফিরবেন মধ্য ডিসেম্বরে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও যোধদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা