বাংলাদেশের সব পরিবর্তন ও সংস্কার আইনের মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালত কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আইন উপদেষ্টা বলেন, “পারিবারিক বিরোধের ক্ষেত্রে এখন আর আদালতে সরাসরি যাওয়ার প্রয়োজন নেই। লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে সেবা পাওয়া যাবে। এই প্রক্রিয়ায় একজনের পরিবর্তে তিনজন বিচারক যুক্ত করা হয়েছে, যা বিচার প্রক্রিয়াকে আরও কার্যকর করবে।”
তিনি আরও বলেন, সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা জরুরি। অতিরিক্ত সংস্কার চেষ্টা করলে রাষ্ট্র কাঠামো দুর্বল হতে পারে। “যেকোনো প্রক্রিয়া বাস্তবায়ন করতে হলে তা ক্রমান্বয়ে এগিয়ে নিতে হবে। আমরা খুব বেশি করতে পারিনি, তবে আশা করি নতুন সরকার এগুলো অব্যাহত রাখবে। না হলে এই উদ্যোগগুলো ম্লান হয়ে যাবে,” বলেন আসিফ নজরুল।
আইন মন্ত্রণালয়ের সংস্কার প্রসঙ্গে তিনি জানান, এ পর্যন্ত ২১টি জায়গায় সংস্কার করা হয়েছে। তবে আইনজীবী এবং সংশ্লিষ্টরা এ প্রক্রিয়ায় যুক্ত না হলে এবং ধারাবাহিকতা বজায় না রাখলে এগুলো টেকসই হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া বিচার বিভাগ, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টার মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, দেশের পরিবর্তন ও সংস্কার শুধু আইনের মাধ্যমে সম্ভব, এবং ধারাবাহিকতা ও বাস্তববাদী প্রয়োগ ছাড়া এসব উদ্যোগ টিকবে না। ই-পারিবারিক আদালত প্রবর্তন এই ধারাবাহিকতার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, যা পারিবারিক মামলার প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে সাহায্য করবে।
সাননিউজ/এও