ছবি: সংগৃহীত
জাতীয়

সংস্কারের পথে পুলিশ, ১৫ নভেম্বর থেকে নতুন ইউনিফর্মে পুলিশ

সান নিউজ অনলাইন

আগামী ১৫ নভেম্বর থেকে নতুন পোশাকে দেখা যাবে বাংলাদেশ পুলিশকে। মহানগর, নৌ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) সদস্যদের হাতে দেওয়া হচ্ছে দুই সেট হাফ স্লিভ ও এক সেট ফুল স্লিভ নতুন ইউনিফর্ম। ওইদিন থেকেই দীর্ঘদিনের প্রচলিত নীল পোশাকের জায়গায় আসবে নতুন আয়রন (লোহার) রঙের ইউনিফর্ম।

কনস্টেবল থেকে শুরু করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পর্যন্ত সবার ক্ষেত্রেই নতুন পোশাক কার্যকর হবে। তবে পুলিশের সিরিমনিয়াল পোশাকে কোনো পরিবর্তন আসছে না।

জুলাই মাসের গণঅভ্যুত্থান-পরবর্তী বিতর্কিত ভূমিকা ও মনোবল ভাঙার পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাহিনীটির সংস্কার ও পোশাক পরিবর্তনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, “প্রথম ধাপে মহানগর, হাইওয়ে, নৌপুলিশ ও পিবিআইয়ের সদস্যরা নতুন পোশাক পাবেন। পর্যায়ক্রমে দেশের সব ইউনিটে এটি সরবরাহ করা হবে।” তিনি আরও জানান, র‌্যাবের পোশাক পরিবর্তন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, “নতুন পোশাক যাচাই-বাছাই চলছে। সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত র‌্যাব পুরোনো পোশাকেই থাকবে।”

অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, “শুধু পোশাক নয়, পুলিশকে মানসিকভাবে পরিবর্তিত হতে হবে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জনবান্ধব প্রশিক্ষণ ও মনোভাব গঠনে উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

সরকারের ব্যাখ্যা অনুযায়ী, এটি পুলিশ সংস্কার প্রক্রিয়ার অংশ। পোশাক নির্ধারণ কমিটি বিভিন্ন দেশের ইউনিফর্ম বিশ্লেষণ করে নতুন রঙ নির্বাচন করেছে। গাঢ় নীলের পরিবর্তে নির্ধারিত হয়েছে আয়রন রঙ। এ ইউনিফর্মের সঙ্গে পুলিশের লোগোতেও পরিবর্তন আনা হয়েছে—নৌকার বদলে এখন থাকবে শাপলা ফুল, ধান ও গমের শীষ।

তবে নতুন পোশাক নিয়ে কিছু বিতর্কও উঠেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জানিয়েছে, পুলিশের নতুন ইউনিফর্মের সঙ্গে তাদের পোশাকের মিল রয়েছে। তারা আশঙ্কা করছে, পুলিশ আপত্তি তুললে চতুর্থবারের মতো আবারও তাদের পোশাক পরিবর্তন করতে হতে পারে।

এ বিষয়ে ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ বলেন, “এমন পরিস্থিতি তৈরি হলে মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করবে। এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে নারী অপহরণের চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব দেওভোগ এলাকায় এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে...

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারী আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ...

খেলা শুরুর আগে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ

হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন দেওয়া যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় মো. রুবেল নামে...

এনসিপি নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাক...

আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৭ জন নেতাকর্মী আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘ...

মুন্সীগঞ্জে নারী অপহরণের চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব দেওভোগ এলাকায় এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে...

এনসিপি নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাক...

সর্বোচ্চ ৫টি সিমের বেশি ব্যাবহার করতে পারবে না গ্রাহক

মোবাইল সিম ব্যবহারের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিচ্ছে সরকার। অনিয়ম ও অপব্যবহা...

গণমাধ্যম ও ছায়ানটে হামলায় সরকারের যেকোনো অংশ ঘটতে দিয়েছে: নূরুল কবীর 

প্রথম আলো, দ্য ডেইলি স্টার কার্যালয় ও ছায়ানট ভবনে হামলা–ভাঙচুর ও অগ্নিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা