জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, “নৌকাকে বুকে তোলার দরকার নেই, মাটিতে নামানোরও দরকার নেই।” তার মতে, প্রতীক বা রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের নামে লোক দেখানো ভালোবাসার কোনো মূল্য নেই। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এই মন্তব্য করেন।
ভিডিওতে আলজেরিয়ার দূতাবাস থেকে জ্বালানি উপদেষ্টাকে নৌকা উপহার দেওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে মাসুদ কামাল বলেন, “নৌকা নৌকার জায়গায় থাকুক, পানিতে, ব্যালট পেপারে বা দলীয় প্যাডে। ওটাকে বুকে তুলতে হবে কেন?”
তিনি বলেন, “জ্বালানি উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের সঙ্গে এই উপহারের মিল নেই, এই কথাটা কেন তার মাথায় এলো? এটা কোনো ব্যক্তিগত সংকীর্ণতা নয়, সমাজে যে ভয় বা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, সেটিই তাকে এমনভাবে ভাবতে বাধ্য করেছে।”
মাসুদ কামালের মতে, সমাজে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে প্রতীক বা মত প্রকাশের কারণে মানুষ আক্রমণের শিকার হতে পারে। তিনি উদাহরণ টেনে বলেন, “ভারতে দেখা গেছে, কোনো বাড়িতে ফ্রিজে গরুর মাংস আছে শুনলেই মব হামলা করে। সেই উন্মত্ত জনতার ভয়ই আজ মানুষকে আতঙ্কিত করছে।”
রাজনৈতিক প্রতীক নিয়ে ‘অতি আনুগত্য’ প্রসঙ্গে তিনি স্মৃতিচারণ করে বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমি এক ভদ্রলোককে চিনতাম, যিনি সব টকশোতে মুজিব কোট পরে আসতেন, বুকপিনে সোনার নৌকা লাগিয়ে রাখতেন। এখন তিনি দেশের বাইরে, কিন্তু তার বুকে আর নৌকা দেখি না। তাহলে কি তার মন থেকে নৌকা উঠে গেছে?”
তিনি যোগ করেন, “এগুলো লোক দেখানো ভালোবাসা। একসময় দেখবেন, সোনার তৈরি ধানের শীষ বা দাঁড়িপাল্লাও চলে আসবে। বুকপকেটে লাগিয়ে মানুষ দেখাবে, কে কত ভরি স্বর্ণে প্রতীক বানিয়েছে। কিন্তু এতে কোনো আন্তরিকতা নেই, কোনো মূল্যও নেই।”
শেষে মাসুদ কামাল বলেন, “নৌকাকে বুকে তোলার দরকার নেই, মাটিতে নামানোরও দরকার নেই। নৌকা নৌকার জায়গায় থাকুক- এটাই স্বাভাবিক।”
সাননিউজ/এও