হয়রানির অবসানে জামিন কার্যক্রমে যুক্ত হচ্ছে প্রযুক্তি। আগামীকাল (বুধবার) থেকে দেশের আদালতগুলোতে জামিননামা অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট কারাগারে পাঠানোর প্রক্রিয়া চালু হচ্ছে। এতে জামিনপ্রাপ্তদের হয়রানি কমবে এবং দ্রুত মুক্তি পাওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে প্রায় ১২টি ধাপ পেরোতে হয়। এসব ধাপে নানা ভোগান্তি এবং কখনো আর্থিক লেনদেনের অভিযোগ উঠে। এসব সমস্যা দূর করতেই অনলাইন জামিননামা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, জামিনের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা এক ক্লিকে সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে। এতে করে কোনো দেরি বা প্রশাসনিক জটিলতা ছাড়াই আসামির মুক্তি নিশ্চিত হবে।
আইন মন্ত্রণালয়ের অধীনে এই ডিজিটাল ব্যবস্থাটি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, “আমরা অনেকগুলো আইনি সংস্কার করছি-নিজেরা করছি, কোনো বাইরের সহযোগিতা ছাড়াই।”
আসিফ নজরুলের মতে, নতুন এই পদক্ষেপ শুধু ডিজিটাল উন্নয়ন নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথেও এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।
এ সময় বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠনের অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। জানান, অন্তর্বর্তী সরকারের সময়েই বিচার বিভাগীয় সচিবালয় আইন, গুম প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানবাধিকার আইন চূড়ান্ত করা হবে। এসব আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সাননিউজ/এও