সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশগত গবেষণা প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir)-এর ১২ অক্টোবর (রোববার) সকাল সাড়ে ৯টাই প্রকাশিত তথ্য অনুযায়ী পাকিস্তানের লাহোর শহর আবারও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর হিসেবে উঠে এসেছে। লাহোরে বাতাসের মান (AQI) ছিল ১৮৭, যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
আইকিউএয়ার (IQAir)-এর তথ্য অনুযায়ী
এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার AQI স্কোর ১৭১। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে ইতালির মিলান (১৭০) ও ভারতের দিল্লি (১৬৯)। পঞ্চম স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার AQI স্কোর ছিল ১৬৫ — যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিস্বরূপ।
বিশ্বব্যাপী বড় শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে , যা এই তালিকা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই মাত্রার দূষণ বিশেষ করে শিশু, প্রবীণ নাগরিক ও শ্বাসতন্ত্রের জটিলতায় ভোগা রোগীদের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, অ্যালার্জি, চোখের জ্বালা, ত্বকের সমস্যা ও হৃদরোগের ঝুঁকি। পাশাপাশি দীর্ঘমেয়াদে এসব সমস্যা জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।
পরিবেশবিদরা সতর্ক করছেন , এখনই যদি কার্যকর পরিবেশগত নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন না করা হয়, তাহলে ভবিষ্যতে এসব শহর মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে।
সাননিউজ/এও