দেশে অপরাধের সংখ্যা কমছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণের মধ্যে নির্বাচনী আমেজ এলে অপরাধ আরও কমে আসবে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরো বলেন, একটি মহল নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাদের ঝটিকা মিছিল থেকে ২৪৪ জনকে হাতেনাতে ধরার পর থেকে এসব মিছিলের সংখ্যা কমে এসেছে। দেশে অপরাধের হারও কমছে। যদি সবাই সহযোগিতা করেন, তাহলে এগুলো একসময় পুরোপুরি কমে যাবে। জনগণের মধ্যে যখন নির্বাচনী আমেজে চলে আসবে, তখন অপরাধ কমে আসবে।
নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচন কমিশনের সবচেয়ে বেশি কাজ করতে হয় নির্বাচনের জন্য। তবে একটি ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সবচেয়ে বড় ‘স্টেকহোল্ডার’ হচ্ছে জনগণ।
সাননিউজ/আরআরপি