প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালন করা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হবে। এর সংখ্যা প্রায় ১০ লাখ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার ( ৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে সংলাপে ও শুভেচ্ছা বক্তব্যে এ কথা জানান তিনি।
শুভেচ্ছা বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে, এদের অনেকেই আগে ভোট দিতে যেত। এবার প্রবাসী ও নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হবে। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় নিয়ে আসা হবে। সবাইকে সাথে নিয়ে আয়নার মতো স্বচ্ছভাবে এই নির্বাচন করতে চাই।
আগামীকাল ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসার কথা রয়েছে নির্বাচন কমিশনের। তারপর জুলাই যোদ্ধা, রাজনৈতিকদলগুলোর সঙ্গেও বসবে ইসি।
সাননিউজ/আরআরপি