সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালে রমজান মাস শুরুর সম্ভাবনা ১৯ ফেব্রুয়ারি থেকে। সেই হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে রোজা শুরু হতে পারে।
আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেত অ্যাস্ট্রেনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, রমজানের শুরু নির্ভর করে নতুন চাঁদ দেখার ওপর। ইব্রাহিম আল জারওয়ান এর ব্যাখ্যা অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে (আবুধাবি সময়) নতুন চাঁদ জন্ম নেবে। তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পর সেই চাঁদ অস্ত যাবে, ফলে সেই দিন সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। তাই আনুষ্ঠানিক চাঁদ দেখা কমিটির ঘোষণার পর ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রমজানের প্রথম দিন নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ হিসেবে বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হতে পারে রোজা।
তার মতে, এবারের রমজানের প্রথম দিকে আমিরাতের বাসিন্দাদের জন্য সেহেরি থেকে ইফতার শুরু পর্যন্ত সময়ের ব্যপ্তি হবে ১২ ঘণ্টা ৪৬ মিনিট এবং মাসের শেষের দিকে এই সময়সীমা পৌঁছাবে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে।