উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ঘটনাস্থল থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে অন্তত ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে।
আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সাননিউজ/এসএ