ধর্ষণবিরোধী প্রতিবাদে উত্তাল রাজধানী ঢাকা
জাতীয়

ধর্ষণবিরোধী প্রতিবাদে উত্তাল রাজধানী ঢাকা

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে যাওয়ার পথে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ‘ধর্ষণ ও নিপীড়নবিরোধী ছাত্র-জনতা’র মিছিলে পুলিশের বাধা ও লাঠিচার্জের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে আন্দোলনকারীরা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেছে তারা।

রাজধানীব্যাপী এসব বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি উঠেছে, সকল ধর্ষকদের সর্বোচ্চ সাজা ও সেই রায় কার্যকরের। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়, কেন্দ্রীয় শহীদ মিনার, কাকরাইল মোড়, জাতীয় প্রেসক্লাব, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, উত্তরাসহ বিভিন্ন স্থানে সমবেত হন আন্দোলনকারীরা।

শাহবাগ মোড়ে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে গণজমায়েত করে ছাত্র ইউনিয়ন, সমাতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন কবি, লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টরা।

মিছিলে অংশ নেওয়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় সান নিউজকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের নিরাপত্তা বাহিনী খুব দ্রুততার সঙ্গে অপরাধীদের ধরেছে। নোয়াখালীর ঘটনায় আমরা দেখেছি, ৩২ দিন পর ফেসবুকে ভিডিও ভাইরাল হলে তাদেরকে ধরা হয়েছে। এই অপরাধীরা যে পরিমাণ সাহসের সঙ্গে কাজটি করেছে, তাতে বোঝা যায় এরা দীর্ঘদিন ধরেই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত।’

তিনি বলেন, নিরাপত্তাবাহিনীর নিরপেক্ষ থাকার কথা ছিল, মানুষের নিরাপত্তা দেয়ার কথা ছিল, কিন্তু তারা চরমভাবে ব্যর্থ। এই দেশে কোনো নারী পুলিশের কাছে বিচার চাইতে যেতেও ভয় পায়। এ কারণেই ৩২ দিন পর্যন্ত এই নির্মম ঘটনা চাপা থাকল। স্বরাষ্ট্রমন্ত্রী একের পর এক দায়সারা বক্তব্য দিচ্ছেন। এর আগে তিনি বলেছেন, সব দেশেই ধর্ষণ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব পালনে ব্যর্থ। আমরা অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করছি।

অনিক রায় জানান, ধর্ষণের প্রতিবাদে আগামীকাল সকাল ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কম খরচে বেশি লাভ, মাদারীপুরে আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

একসময় মাদারীপুর জেলায় ব্যাপক পরিমাণে আখ চাষ হলেও দীর্ঘমেয়াদি ফসল হওয়ায় কৃষকরা...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সড়কে দুর্ঘটনা, আহত এক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরীণ সড়কে শাটলকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্...

অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন 

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণ...

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না সরকার

ইসলামী বক্তা, ভারতীয় বংশোদ্ভূত জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দ...

ঢাকা-১৪ আসনে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে প্রথম পদযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা-১৪ আসনের মনোনীত প্রার্থী সানজিদা ইসল...

লিবিয়ায় বাংলাদেশী যুবক অপহরণ, ২০ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করা চক্রের সদস্য গ্রেপ্তার

লিবিয়ায় অপহরণ করে বাংলাদেশী প্রবাসীর কাছ থেকে ২০ লক্ষ টাকা আদায়ের অপরাধে মানব...

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেয়েছেন লতিফ সিদ্দিকী

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্র...

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ৯ম দিনের আপিল শুনানি চলছে

নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য শুরু হওয়া আপি...

জোহরান মামদানির জয়ে ট্রাম্পের হুশিয়ারি

নব-নির্বাচিত মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্ব...

নদীর পাড়ে চলছে মাটিখেকোদের দৌরাত্ম্য, ভাঙন আতঙ্কে গ্রামবাসী

মাদারীপুরের প্রধান দুটি নদী—আড়িয়াল খাঁ ও কুমার নদীর পাড়ের মাটি কেটে নিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা