নিজস্ব প্রতিবেদক: আজ (২ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপদ খাদ্য দিবস। 'খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে এই দিবসটি পালনে নানা আয়োজন করা হয়। ২০১৮ সাল থেকে বাংলাদেশে এই দিবসটি পালন করা হচ্ছে।
আরও পড়ুন: আজ বিপজ্জনক পর্যায়ে রাজধানীর বায়ু
নিরাপদ খাদ্যের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা এবং দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করাই এই দিবসের মূল লক্ষ্য। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এই দিনে সচেতনতা সৃষ্টির বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
দিবসটি উপলক্ষে আজ সকালে বিএসএমএমইউ লেকচার হলে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে নিরাপদ খাদ্যের গুরুত্ব, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণের বিষয়ে আলোকপাত করা হবে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            