সান নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মাহফুজ আহমেদ বাবু (২৩)। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে দাম্মাম আল হাসা মহাসড়কে দ্বিতীয় শিল্পাঞ্চল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মাহফুজ আহমেদ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরমাদাখালি গ্রামের মো. ইব্রাহিম হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চরমাদাখালি গ্রামের ইউপি সদস্য আনোয়ার হোসেন।
আরও পড়ুন: বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি
এ বিষয়ে ইব্রাহিম হোসেন গণমাধ্যমকে বলেন, আমার তিন ছেলে সৌদিতে থাকে। মাহফুজ একটি কোম্পানির গাড়ি চালাতো। গতকাল সে গাড়ি বের করে দাম্মাম আল হাসা মহাসড়কে দ্বিতীয় শিল্পাঞ্চল এলাকায় যেতেই দুর্ঘটনার কবলে পরে ঘটনাস্থলেই মারা যায়। এসময় তার সহকর্মী আহত হন। এখন সে হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, আমার ছেলে প্রায় ৬ বছর আগে সৌদিতে গিয়েছিল। এরপর আর বাড়িতে আসেনি। বড় ছেলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ছেলের মুখটা একবার দেখতে চাই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
সান নিউজ/এনকে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            