নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালী-১ আসনে নিজের প্রার্থীতা ঘোষণা করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
আরও পড়ুন: মার্কিন পর্যবেক্ষকদের সাথে বিএনপির বৈঠক কাল
রোববার (৮ অক্টোবর) বেলা ১১ টায় পটুয়াখালী ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে।
এ সময় তিনি পটুয়াখালী-১ আসন থেকে প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন চাইবেন বলেও ঘোষণা করেন। তিনি বলেন, মনোনয়ন পেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিতে পারবেন।
আরও পড়ুন: ধান কিনবে সরকার
মতবিনিময় সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা, পটুয়াখালী প্রেসক্লাবে সভাপতি স্বপন ব্যানার্জী, পটুয়াখালী টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্সসহ জেলা পর্যায়ের শতাধীক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            