ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপির রোডমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের ‘একদফা’ দাবিতে বরিশাল থেকে পিরোজপুর অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি।

আরও পড়ুন : বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

শনিবার (২৩ সেপ্টেম্বর) বরিশালের বেলস পার্ক ময়দানে উদ্বোধনী সমাবেশের পর ৬০ কিলোমিটার দীর্ঘ এ পথে রোডমার্চ কর্মসূচি শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর মনিরুজ্জামান ফারুখ। এ সময় বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সারোয়ার, হারুনুর রশিদ ও অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

বক্তারা বলেন, জনগণ জেগে উঠেছে। তারা এ অবৈধ ফ্যাসিস্ট সরকারকে আর গদিতে থাকতে দিবে না। দুর্নীতিতে তলিয়ে গেছে দেশ। সরকার চাইছে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে। সেই স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে। জনগণ পথে নেমেছে। আমরা এ সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবো না।

আরও পড়ুন : খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে প্রজ্ঞাপন

তারা বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট, এ অবৈধ হাসিনা সরকারের অধিনে আর কোনো নির্বাচন জনগণ মেনে নিবে না।

এ কর্মসূচিতে আরও উপস্থিত রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, নাজিমুদ্দিন আলম, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের রাশেদ ইকবাল খানসহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্ব ঘোষণা অনুসারে, রোডমার্চ কর্মসূচি সফল করতে ভোর থেকেই বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। তারা বিভাগের ৬ জেলা থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে বরিশাল এসে পৌঁছান। কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে রোডমার্চটি পিরোজপুর অভিমুখে এগিয়ে যেতে শুরু করেছে।

আরও পড়ুন : ভিসানীতি নিয়ে চাপে বিএনপি

ঝালকাঠি এলজিইডি মোড় হয়ে রাজাপুর, ভান্ডারিয়া হয়ে পিরোজপুরের শিয়ালকাঠি এলাকায় গিয়ে রোডমার্চটি শেষ হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানসহ পিরোজপুরের স্থানীয় নেতারা সেখানে বক্তব্য দেবেন।

আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোডমার্চ ও ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা