নিজস্ব প্রতিবেদক: আজ ‘এক দফা’ দাবিতে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ পালিত হচ্ছে। সকাল থেকেই মহাসমাবেশকে ঘিরে দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিলে জড়ো হতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা।
আরও পড়ুন: আ’লীগের সমাবেশে জনতার ঢল নামবে
শুক্রবার (২৮ জুলাই) সকাল ৭ টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সরেজমিনে দেখা যায়, বর্তমান সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেনে নেতাকর্মীরা।
ময়মনসিংহ থেকে আসা বিএনপি কর্মী মো. আরিফ জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। আসতে কষ্ট হলেও মহাসমাবেশে এসে ভালো লাগছে। রাতেই বের হয়ে এসেছি। সরকারের পতন ছাড়া ঘরে ফিরবো না।
আরও পড়ুন: ঢাকায় আ.লীগ-বিএনপির সমাবেশ আজ
ছাত্রদল কর্মী নাহিদ চৌধুরী জানান, বিএনপি সরকার পতনের যে কর্মসূচি দিয়েছে, তা শেষ না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো। সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়েই ঘরে ফিরবো।
চাঁদপুর থেকে আসা বিএনপি কর্মী মো. জয়নাল খান জানান, সরকার স্বৈরাচারের রূপ ধারণ করেছে। এই সরকার আর জনগণের সরকার নয়। শুধু বিএনপি কর্মীরাই নয়, সাধারণ মানুষও আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই শেখ হাসিনার পদত্যাগের পূর্বে আমরা ঘরে ফিরে যাবো না।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            