বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি
টিসিবি’র ট্রাকের পেছনে মানুষ

কনসার্টে সরকার প্রধান !

সান নিউজ ডেস্ক : জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট করায় সরকারের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে

তিনি বলেন, একদিকে টিসিবির ট্রাকের পেছনে মানুষ লাইন দিচ্ছে। ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রী ভারত থেকে বিখ্যাত গায়ক এনে কনসার্ট করে গান শুনছেন।

বুধবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে সদ্য কারামুক্ত বিএফইউজের (একাংশ) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের দিকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে এত খারাপ অবস্থা কখনো দেখিনি। এখানে গণতান্ত্রিক মূল্যবোধ, শালীনতা বোধ এবং একজন অন্যজন সম্পর্কে যে সৌজন্যমূলক কথা বলবে, সেটা একেবারে নাই হয়ে গেছে।

আরও পড়ুন : অর্থপাচার বেড়েছে ৮৫ শতাংশ

মির্জা ফখরুল বলেন, যারা চাকর, তারা যদি মালিক বনে যান, তখন তো এরকম অবস্থায় দাঁড়াবে। এমন কথা এমন লোক বলছেন, যারা জনগণের টাকায় চলাফেরা করছেন। তাদের বেতন হয় জনগণের টাকায়, তারা মালিক হয়ে বসে আছেন।

এখানে কথা বলার কোনো স্বাধীনতা নেই। দেশে এমন এক পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে যে, কথা বললেই শিরচ্ছেদ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তে ৮ শান্তিরক্ষীর মৃত্যু

চলতি অধিবেশনে সংসদে উত্থাপিত গণমাধ্যমকর্মী আইনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমকর্মী আইন হচ্ছে, আইনটা কারা করবেন? আইনটা করছেন তারা, যারা নির্বাচিত না হয়ে সংসদে বসেছেন। যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করে বসে আছেন। তারা গণমাধ্যমের জন্য আইন তৈরি করবেন।

আরও পড়ুন : ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণকে ছুরিকাঘাতে হত্যা

দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে ও ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ, জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা