খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) জামায়াতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দী নামের এক ব্যবসায়ীর নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভা থেকে তার নাম ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জামায়াতের একাধিক নেতাকর্মী এবং কৃষ্ণ নন্দী নিজেও। গত সপ্তাহ থেকেই তাকে এ আসনে প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন ছিল। কৃষ্ণ নন্দী জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি।
নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে কৃষ্ণ নন্দী গণমাধ্যমকে বলেন, “অবশেষে প্রথম হিন্দু প্রার্থী হিসেবে জামায়াত আমাকে মনোনয়ন দিয়েছে। আজ সন্ধ্যায় প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়। প্রথমেই আমি জামায়াত ইসলামীকে ধন্যবাদ জানাই। আমাকে নমিনেশন দিয়ে ইতিহাসের রেকর্ড করল। আমি হিন্দু মুসলিম সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। আমার প্রধান কাজ হবে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়া।
তিনি আরও জানান, আগামীকাল থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে মাঠে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে। তখন খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফকে প্রার্থী ঘোষণা করা হয়। এর মধ্যে বাকি পাঁচটি আসনের প্রার্থী ঠিক থাকলেও শুধুমাত্র খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করে হিন্দু প্রার্থী করা হলো।
সাননিউজ/আরপি