ঢাকার এভারকেয়ার হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে খালেদা জিয়াকে গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দুপুর ১টার দিকে তিনি হাসপাতালে গিয়ে চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।
ডা. জাহিদ হোসেন বলেন, “মেডিকেল বোর্ডে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।”
বিএনপি পক্ষ থেকে দেশবাসীর কাছে চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে। দল আশা করছে দ্রুত তিনি স্বাভাবিকভাবে সুস্থ হয়ে উঠবেন।
সাননিউজ/এও