বাসদের মানববন্ধন
রাজনীতি

দেশি কোম্পানি দিয়ে গ্যাস উত্তোলনের দাবি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: ভোলার গ্যাস বিদেশি কোম্পানি গ্যাজপ্রমকে ইজারা দেওয়া চলবে না। দেশি মালিকানা নিশ্চিত করে ভোলার গ্যাস দেশি কোম্পানি দিয়ে উত্তোলন এবং বরিশাল বিভাগে গ্যাসভিত্তিক কারখানা নির্মাণ করে কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি।

এসব দাবি বাস্তবায়িত না হলে হরতাল ডেকে পুরো বিভাগ অচল করে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।

প্রচণ্ড বৃষ্টি ও দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মানববন্ধনে অংশ নেন নেতাকর্মীরা।

ডা. মনীষা বলেন, ভোলার গ্যাসের ওপর দক্ষিণাঞ্চলের মানুষের অধিকার সবচেয়ে বেশি। কোনো ধরনের অশুভ চুক্তির মাধ্যমে বিদেশি কোম্পানির হাতে ভোলার গ্যাস তুলে দেওয়া যাবে না।

বরিশাল জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে বক্তব্য দেন জাহাঙ্গীর হোসেন দিদার, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম, সৈয়দ মাহিন, কৈশিক বেপারী প্রমুখ।

বক্তারা বলেন, ‘২০১৭ সালে ভোলার দ্বিতীয় গ্যাসক্ষেত্রটি আবিস্কার করে বাংলাদেশের বাপেক্স। তারা গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সক্ষম হলেও আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, গ্যাস উত্তোলনে বিদেশি কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে উচ্চমূল্যে চুক্তির নীলনকশা করছে সরকার।অথচ বিদেশি কোম্পানিকে দিয়ে এই গ্যাস উত্তোলনে খরচ হবে দ্বিগুণ। বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি স্পষ্টভাবে দেশের সম্পদ লুটপাটের ঘৃণ্য পাঁয়তারা এবং জাতীয়ভাবে আত্মনির্ভরশীল হওয়ার পথে বড় বাধা।’

‘গ্যাস উত্তোলনের কাজ গ্যাস আবিস্কারের তুলনায় সহজ। বাপেক্স এই কাজটি দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে করে যাচ্ছে। যেখানে বাপেক্স একটি গ্যাসকুপ খননে সর্বোচ্চ ৮০ কোটি টাকা খরচ করে, সেখানে গ্রাজপ্রমের সঙ্গে একই কাজ ১৮০ কোটি টাকায় চুক্তি করা হচ্ছে। যেখানে বাপেক্স প্রতি বছর ৩/৪টি কুপ খনেনর ক্ষমতা রাখে, সেখানে কোনোভাবেই বিদেশি কোম্পানির সঙ্গে লুটপাটের চুক্তি জনগণ মেনে নেবে না। অবিলম্বে গ্যাজপ্রমের সঙ্গে চুক্তি বাতিল করে দেশি কোম্পানি বাপেক্স-পেট্রোবাংলার সাহায্যে ভোলার গ্যাস অনুসন্ধান-উত্তোলন করতে হবে।’

এর ব্যত্যয় হলে বরিশালে বিভাগীয় সমাবেশ, লংমার্চ এবং প্রয়োজনে হরতালের দিয়ে দাবি আদায় করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ বুধবার (১৪ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়...

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান

মধ্যপ্রাচ্য সংকট যেন বেড়েই চলেছে। মঙ্গলবার (১৩ মে) ইরানের ইসলামিক রেভল্যুশনার...

নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন ও সিলিং ফ্যান প্রদান

নীলফামারী জেলা পরিষদ এর উদ্যোগে হতদরিদ্র ১৪ নারীকে সেলাই মেশিন ও ১১টি শিক্ষা...

কবি আবদুল হাই ইদ্রিছীর নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

মাসিক শব্দচর সম্পাদক সাংবাদিক, লেখক ও কবি আবদুল হাই ইদ্রিছীর নাম, প্রোফাইল, ও...

পুরো কাশ্মীরকেই নিজেদের ভূখণ্ড দাবি ভারতের

আবারো পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরসহ পুরো কাশ্মীরকেই নিজেদের ভূখণ্ড দাবি...

রাতভর কাকরাইলে অবস্থানের পর সকালেও জবি শিক্ষার্থীদের আন্দোলন

আবাসন, বৃত্তি, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে আন্দোলন চা...

বাগেরহাটে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাটে মহাসড়কের পাশে গড়ে ওঠা সাড়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে...

বগুড়ায় হামলা ও ছিনতাই ঘটনায় গ্রেপ্তার দুই

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই দর্শনার্থীকে মারপিট করে মোবাইল ফোনসহ টাকা ছিনতা...

কুমিল্লায় অভিযুক্ত ছেলেকে থানায় সোপর্দ করলেন বাবা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক সহিংসতার ঘটনায় এক ব্যতিক্...

দিনাজপুরে গ্রীষ্মকালে টমেটো চাষ করে বাজিমাত করেছেন কৃষকরা

টমেটোকে শীতকালীন সবজির তালিকা থেকে বের করে এনেছেন দিনাজপুরের কৃষকরা। গ্রীষ্মক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা