ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

আবুল মাল আবদুল মুহিত’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : শহীদ শেখ জামাল’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (৩০ এপ্রিল) ১৭ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। ৯ শাওয়াল ১৪৪৪ হিজিরী।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : আন্তর্জাতিক বই ও কপি রাইট দিবস

ঘটনাবলী :

১৪৯২ - স্পেন ক্রিস্টোফার কলম্বাসকে নতুন এলাকা অনুসন্ধানের অনুমোদন দেয়।

১৭২৫ - স্পেন চার মৈত্রীশক্তি থেকে সরে যায়।

১৭৮৯ - জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন।

১৮৩৮ - নিকারাগুয়া সেন্ট্রাল আমেরিকান ফেডারেশন থেকে স্বাধীনতার ঘোষণা দেয়।

১৮৬৩ - ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় নৌ বাহিনীকে ব্রিটিশ অ্যাডমিরাল্টির অধীনস্থ করা হয়।

১৮৯৪ - বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়।

১৯৩০ - তৎকালীন সোভিয়েত ইউনিয়ন; ফ্রান্স ও গ্রেট ব্রিটেন এর কাছে একটি সামরিক চুক্তির প্রস্তাব দেয়।

১৯৩৯ - এমপায়ার স্টেট বিল্ডিং থেকে প্রথম জনসমক্ষে টেলিভিশন সম্প্রচার করা হয়।

১৯৪৫ - চূড়ান্ত পরাজয়ের পূর্বে ভূ-গর্ভস্থ বাঙ্কারে এডলফ হিটলার আত্মহত্যা করেন।

১৯৭২ - উত্তর ভিয়েতনাম , দক্ষিণ ভিয়েতনামে আক্রমণ চালায়।

১৯৭৫ - উত্তর ভিয়েতনাম ও ভিয়েত কং মুক্তি বাহিনীর কাছে সায়গলের তাঁবেদার সরকার বিনাশর্তে আত্মসমর্পণ করে।

১৯৭৬ - বাংলাদেশ-পাকিস্তান প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৮০ - কিছু দুষ্কৃতিকারী লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসে হামলা চালায়।

১৯৮২ - পশ্চিমবঙ্গে কলকাতার উপকন্ঠে বালিগঞ্জে বিজন সেতুতে আনন্দমার্গীর ১৬ সন্ন্যাসী ও ১ জন সন্ন্যাসিনীর হত্যাকাণ্ড সংগঠিত হয়।

১৯৯১ - বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে আঘাত হানা এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ১৩৮,০০০ লোকের প্রাণহানি ও বিপুল সম্পত্তির ক্ষতি হয়।

১৯৯৩ - টেনিস তারকা মনিকা সেলেসকে জার্মানির হামবুর্গ শহরে ছুরিকাঘাত করা হয়।

২০০১ - দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ওয়াহিদ ইমপিচমেন্টের সম্মুখীন হন।

২০০৫ - নেপালের রাজা জ্ঞানেন্দ্র দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করেন।

আরও পড়ুন : অমিত চাকমা’র জন্মদিন

জন্মদিন :

১২৪৫ - তৃতীয় ফিলিপ, ফ্রান্সের রাজা।

১৭৭৭ - কার্ল ফ্রিড্‌রিশ গাউস, জার্মান গণিতবিদ এবং বিজ্ঞানী। (মৃ. ১৮৫৫)

১৮৩৪ - লেখক ও কীটতত্ত্ববিদ জন লবক।

১৮৭০ - দাদাসাহেব ফালকে, ভারতীয় চলচ্চিত্রের জনক। (মৃ.১৬/০২/১৯৪৪)

১৮৯৩ - জোয়াকিম ভন রিবেনট্রপ, জার্মান সৈনিক ও রাজনীতিক।

১৮৯৬ - মা আনন্দময়ী,হিন্দু আধ্যাত্মিক সাধিকা। (মৃ.২৭/০৮/১৯৮২)

১৯০১ - সাইমন কুজ্‌নেত্‌স, রুশ মার্কিন অর্থনীতিবিদ। (মৃ. ১৯৮৫)

১৯০২ - থিওডোর শুল্ট্‌স, আমেরিকান অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৯৮)

১৯১৬ - ক্লদ শ্যানন, মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী এবং বিজ্ঞানী। (মৃ. ২০০১)

১৯২৬ - ক্লোরিস লিচম্যান, মার্কিন অভিনেত্রী ও কৌতুকাভিনেত্রী।

১৯৩০ - সুধীন দাশ, বাঙালি সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত গবেষক। (মৃ. ২০১৭)

১৯৩৮ - নাট্যকার শেখ আকরাম আলী।

১৯৪০ - শেখ নিয়ামত আলী, বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক। (মৃ. ২০০৩)

১৯৪৩ - ফ্রেডেরিক চিলুবা, জাম্বিয়ান রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।

১৯৪৯ - অ্যান্টোনিও গুতারেস, পর্তুগিজ রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী, কূটনীতিবিদ ও জাতিসংঘের ৯ম মহাসচিব।

১৯৫৬ - লারস ভন ট্রাইয়ার, ডেনিশ চিত্রপরিচালক, চিত্রনাট্যকার।

১৯৫৯ - স্টিফেন হারপার, কানাডিয়ান অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ২২ তম প্রধানমন্ত্রী।

১৯৬৪ - ইয়ান হিলি, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৬৪ - অভিষেক চ্যাটার্জী, ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা। (মৃ.২০২২)

১৯৬৭ - ফিলিপ কিরকোরোভ, বুলগেরিয় বংশোদ্ভূত রাশিয়ান গায়ক, অভিনেতা ও প্রযোজক।

১৯৮১ - জন ও’শি, আইরিশ ফুটবলার।

১৯৮২ - কিয়ার্স্টন ডান্‌স্ট, একজন মার্কিন চলচ্চিত্রাভিনেত্রী।

১৯৮৫ - গাল গাদোত, ইস্রায়েলি অভিনেত্রী এবং মডেল।

১৯৮৬ - ডায়না আগরোন, আমেরিকান অভিনেত্রী, গায়ক ও ড্যান্সার।

১৯৮৭ - ক্রিস মরিস, দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৭ - রোহিত শর্মা, ভারতীয় ক্রিকেটার।

১৯৯৩ - অ্যান্ড্রু ম্যাকব্রায়ান, আইরিশ ক্রিকেটার।

আরও পড়ুন : হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা

মৃত্যুবার্ষিকী :

০০৬৫ - লুকান, রোমান কবি।

১০৩০ - মাহমুদ গজনভি, গজনভি সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক।

১৮৬৫ - রবার্ট ফিটযরয়, নিউজিল্যান্ড এডমিরাল, আবহাওয়াবিদ ও রাজনীতিবিদ।

১৮৮৩ - এদুয়ার মানে, ফরাসি প্রতিতীবাদী চিত্রকর। (জ. ১৮৩২)

১৯১৫ - সুশীল সেন, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। (জ.১৮৯১)

১৯৩১ - স্যামি উডস, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৬৭)

১৯৪৩ - অটো ইয়েসপার্সেন, ডেনীশ ভাষাবিজ্ঞানী এবং ইংরেজি ব্যাকরণ বিশেষজ্ঞ। (জ. ১৮৬০)

১৯৪৩ - মার্থা বিয়াট্রিস ওয়েব, ইংরেজ সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ।

১৯৪৫ - আডলফ হিটলার, সাবেক জার্মান চ্যান্সেলর। (জ. ১৮৮৯)

১৯৪৫ - ইভা ব্রাউন, আডলফ হিটলারের স্ত্রী ও অন্তরঙ্গ সহচর। (জ. ১৯১২)

১৯৫৬ - আলবেন ডব্লিউ. বারক্লেয়, আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩৫ তম উপ-রাষ্ট্রপতি।

১৯৬৬ - সিলভিও লাগরেকা, ব্রাজিল জাতীয় ফুটবল দলের সাবেক ম্যানেজার। (জ. ১৮৯৫)

১৯৭৪ - অ্যাগনেস মুরহেড, আমেরিকান অভিনেত্রী। (জ. ১৯০০)

১৯৮৩ - জর্জ বালাঞ্চিনে, রাশিয়ান ড্যান্সার ও কোরিওগ্রাফার।

১৯৮৯ - সের্জিও লেওনে, ইতালীয় চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯২৯)

১৯৯৩ - এরিক রোয়ান, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (জ. ১৯০৯)

১৯৯৫ - বাঙালি সাহিত্যিক ও যষ্টিমধু পত্রিকার সম্পাদক কুমারেশ ঘোষ। (জ.১৯১৩)

২০১৪ - খালেদ চৌধুরী, বাংলার প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব। (জ.২০/১২/১৯১৯)

২০১৫ - বেন ই কিং, আমেরিকান গায়ক, গীতিকার ও প্রযোজক।

২০১৬ - হ্যারল্ড ওয়াল্টার ক্রোটো, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিজ্ঞানী। (জ. ১৯৩৯)

২০২০ - ঋষি কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক যিনি হিন্দি চলচ্চিত্রে কাজের জন্য সুপরিচিত। (জ.০৪/০৯/১৯৫২)
চুনী গোস্বামী , প্রবাদপ্রতিম ভারতীয় ফুটবল খেলোয়াড়। (জ.১৫/০১/১৯৩৮)

২০২২ - আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক। (জ. ১৫/০১/১৯৩৪)

আবুল মাল আবদুল মুহিত (২৫ জানুয়ারি ১৯৩৪ — ৩০ এপ্রিল ২০২২) ছিলেন একজন খ্যাতনামা বাংলাদেশি অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক। তিনি ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওয়াশিংটনে তৎকালীন পাকিস্তানের দূতাবাসে প্রথম কূটনীতিবিদ হিসেবে ১৯৭১ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষে নিজ অবস্থান তুলে ধরে চাকরি থেকে ইস্তফা প্রদান করেন মুহিত। আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়নে সিলেট-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হন। ঐ নির্বাচনে তিনি 'সংসদ সদস্য' হিসেবে নির্বাচিত হন। ৬ জানুয়ারি ২০০৯ সালে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন। ২০০৯ সাল থেকে টানা ১০ বছর তিনি আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২১ সালে জুলাইয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন।[১৩] তিনি দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগছিলেন এবং পরিশেষে ২০২২ সালের ৩০ এপ্রিল গভীর রাতে ইউনাইটেড হাসপাতালে মারা যান।

পরে ১৯৭১ খ্রিষ্টাব্দে গঠিত অস্থায়ী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়াশিংটন দূতাবাসে ইকনমিক কাউন্সেলরের দায়িত্ব পালেন করেন তিনি।

আরও পড়ুন : শেরে বাংলা এ কে ফজলুল হক’র প্রয়াণ

দিবস :

আন্তর্জাতিক জ্যাজ দিবস (ইউনেস্কো)

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাইকোর্টের আদেশে সংক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমি...

রাফাহতে ইসরায়েলি হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের রাফাহতে ইসরায়ে...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ সোমবার (২৯ এপ্রিল) বেশ কি...

এবার লাক্সের অ্যাম্বাসেডর হচ্ছেন সুহানা 

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরি খান দম্পতির কন্য...

বাড্ডা এলাকায় দীর্ঘ লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা থেকে বসুন্ধরা পর্যন্ত পাও...

ডেঙ্গুতে বিশ্বে ৪০ হাজার মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ডেঙ্গু রোগে...

গোটা দেশকে বন্দিশালা বানানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির অঙ্গ ও...

নারী আম্পায়ারের সমালোচনায় সুজন

স্পোর্টস ডেস্ক: চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ড...

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে টর্নেড...

বাস-মাইক্রো সংঘর্ষে নিহত বেড়ে ৪

জেলা প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও মাইক্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা