লাইফস্টাইল

ত্বকের জেল্লা ফেরাতে ড্রাগন ফল

সান নিউজ ডেস্ক: ফলটির জন্ম বিলেতে না হলেও বাংলাদেশ ছাড়িয়ে বহু দূরের সেই থাইল্যান্ডে। এগড়োটিক ফলের তালিকাতেও রয়েছে নামটি। এতোদিন নামি-দামি ডিপার্টমেন্টাল স্টোর কিংবা সুপার শপেই ফলটির দেখা মিলতো । কিন্তু হাল সময়ে দেশে ভাল ভাবেই এখন উৎপাদন হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক হারে বানিজ্যিক চাষ হচ্ছে এই ড্রাগন ফলের।

শহরের মোড়ে মোড়ে কিংবা ফলের দোকানগুলোতে এখন পাওয়া যাচ্ছে। দামও হাতের নাগালে।

গাঢ় গোলাপি খোসা আর সাদা শাঁসের ফলটি যে খেতে শুধু ভালো তাই নয়, পুষ্টিগুণেও ভরপুর। অ্যান্টি-অক্সিডান্ট, ভিটামিনে ঠাসা ড্রাগন ফ্রুট শরীর সুস্থ রাখার পাশাপাশি ত্বকের নানা সমস্যাতেও ম্যাজিকের মতো কাজ করে।

দেখে নেওয়া যাক, কেন ড্রাগন ফ্রুটকে আজ থেকেই আপনার রূপচর্চার সঙ্গী করবেন।

বয়সের ছাপ পড়া কমাতে

মুখে অকালে বয়সের ছাপ পড়তে শুরু করেছে? ফাইন লাইন, এজ স্পটে ভরে যাচ্ছে মুখ? ত্বক আলগা দেখাচ্ছে? এ সব ক্ষেত্রেই আপনার কাজে লাগতে পারে ড্রাগন ফলের প্রাকৃতিক উপাদান। এর অ্যান্টি অক্সিডান্ট ফ্রি র‌্যাডিক্যাল প্রতিহত করে মুখে বয়সের ছাপ পড়া আটকায়। তারুণ্যে উজ্জ্বল, টানটান ত্বক পেতে ড্রাগন ফ্রুট ব্যবহার করুন আপনার ফেস মাস্কে।

কীভাবে ব্যবহার করবেন

আধখানা ড্রাগন ফ্রুট থেকে শাঁসটা বের করে চটকে মিহি করে নিন। তাতে এক টেবিলচামচ টক দই মেশান। এবার এই প্যাকটা মুখে আর গলায় লাগিয়ে 15 মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে ধুয়ে নিন। সপ্তাহে একবার করে মাস দুয়েক করলেই দেখবেন ত্বক কত টানটান হয়ে গেছে!

ব্রণ সারাতে

যাঁরা অ্যাকনে বা ব্রণর সমস্যায় নাজেহাল, তাঁরাও উপকার পেতে পারেন ড্রাগন ফ্রুট থেকে। এই ফলের মধ্যে পর্যাপ্ত ভিটামিন সি রয়েছে যা ত্বককে বাড়তি তেলমুক্ত ঝকঝকে রাখে।

কীভাবে ব্যবহার করবেন

একটা ড্রাগন ফ্রুটের চারভাগের একভাগ নিয়ে শাঁস বের করে ভালোভাবে চটকে পেস্ট করে নিন। পরিষ্কার তুলোয় করে পরিমাণমতো পেস্ট নিয়ে ব্রণর উপরে লাগান। একাধিক ব্রণ থাকলে আলাদা আলাদা তুলো ব্যবহার করবেন যাতে ব্যাকটেরিয়া ছড়িয়ে না পড়ে। 20 মিনিট রেখে হালকা গরমজলে ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে মুখ মুছবেন না, জলটা প্রাকৃতিক হাওয়ায় শুকিয়ে যেতে দিন। প্রতি সপ্তাহে বারদুয়েক করতে পারলেই ব্রণ অনেক কমে যাবে।

রোদে পোড়া ত্বকের সমস্যায়

ড্রাগন ফ্রুট দিয়ে তৈরি ফেস প্যাক রোদে পোড়া ত্বকের জ্বালাভাব, ফোসকা কমিয়ে ত্বকে স্নিগ্ধতা জোগান দেয়।

কীভাবে ব্যবহার করবেন

চারভাগের একভাগ ড্রাগন ফ্রুটের শাঁস বের করে চটকে নিন। তাতে একটা ভিটামিন ই ক্যাপসুল কেটে ভিতরের তরলটা মিশিয়ে দিন। ত্বকের রোদে পোড়া অংশে এই মিশ্রণটা লাগিয়ে আধ ঘণ্টা রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। মুখ মুছবেন না, খোলা হাওয়ায় শুকিয়ে নিন। একদিন অন্তর একদিন ব্যবহার করুন যতদিন না ত্বকের রোদে পোড়া ভাব কমছে।

ত্বকের জেল্লা ফেরাতে

ড্রাগন ফ্রুটের ফেসপ্যাক ত্বকের পক্ষে যেমন উপকারী, তেমনি প্রতিদিনের ডায়েটে এই ফল রাখতে পারলে তা আপনার সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে ত্বকেও জেল্লা ফেরাবে। প্রতিদিন সকালে এক গেলাস করে ড্রাগন ফ্রুটের রস খান, তাতে শরীরের সমস্ত টক্সিন বেরিয়ে গিয়ে ত্বকে উজ্জ্বলতা ফিরবে। ড্রাগন ফলের অ্যান্টি-অক্সিডান্ট ফ্রি র‌্যাডিক্যালের হামলা কমিয়ে ত্বকে বলিরেখা, দাগছোপ পড়তে দেয় না, ও ভিটামিন সি ত্বক ঝলমলে রাখে। ড্রাগন ফ্রুটে জলীয় পদার্থও খুব বেশি, ফলে নিয়মিত এই ফল খেলে শুষ্ক ত্বকের মালকিনরাও উপকার পাবেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

কক্সবাজারে দুই জেলের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা