লাইফস্টাইল

বাদল দিনে অফিসের প্রস্তুতি

সান নিউজ ডেস্ক: বর্ষার প্রথম দিন থেকেই রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে সকালে যাদের অফিসে যেতে হয় তারাই বোঝেন কতটা সমস্যায় পড়তে হচ্ছে তাকে। রাস্তার বের হলেই গাড়ি পাওয়া থেকে শুরু করে অফিস পৌঁছানো পর্যন্ত পোহাতে হচ্ছে খুবই দুর্ভোগ।

তাতে বাদল দিনে অফিসের পথে বের হওয়ার আগে আপনাকে নিতে হবে কিছু প্রস্তুতি।

বর্ষাকালে পোশাক নির্বাচনে অনেক সর্তক হতে হবে। নারীরা এ সময় বেগুনি, সবুজ, মেরুন, নীলচে ধরনের গাঢ় রঙের পোশাক পরতে পারেন। এছাড়া সুতি কাপড় পরলে আরাম পাওয়া যাবে। তবে এ সময় তা যেন অবশ্যই পাতলা সুতি কাপড় হয়। আর লিলেন, সিনথেটিক ফেব্রিকের পোশাক পরা যেতে পারে। কারণ এগুলো দ্রুত হাতলা রোদে বা বাতাসে শুকায়।

অন্যদিকে পুরুষেদের ক্ষেত্রে প্যারাস্যুট কাপড়ের শার্ট-প্যান্ট পরতে পারেন। প্যারাস্যুট কাপড়ের শার্ট-প্যান্ট সহজে বৃষ্টিতে ভেজে না এবং সামান্য ভিজলেও দ্রুত শুকিয়ে যায়।

বৃষ্টিতে সুরক্ষা দেবে রেক্সিনের বেল্ট ও জুতা। বর্ষায় রেক্সিন, প্লাস্টিকের জুতা, টল-বুট বা গামবুট জুতা ব্যবহার বেশ সুবিধাজনক। রেক্সিনের জুতা পড়লে অফিসের ফরমাল জুতাই মনে হবে।

অফিসের ব্যাগে সব সময়ই প্রয়োজনীয় কাগজপত্র থাকে। আর তাই বৃষ্টির দিনে ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সর্তক থাকতে হবে। এ সময় কোনোভাবেই চামড়ার ব্যাগ ব্যবহার করা যাবে না। কারণ চামড়ার ব্যাগ বিজে যাওয়ার ভয় থাকে। এ সময় ওয়াটার রেসিস্ট্যান্ট অফিশিয়াল ব্যাগ ব্যবহার করতে পারেন।

বৃষ্টির দিনে ছাতার বিকল্প নেই। আর তাই বৃষ্টি থাকুক আর নাই থাকুক অফিসের উদ্দেশে ঘর থেকে বের হলেই ব্যাগে অবশ্যই ছাতা রাখতে হবে। বৃষ্টিতে ছাতা ব্যবহারে ঝামেলা মনে হলে রেইনকোর্ট ব্যবহার করতে পারেন।

বৃষ্টির দিনে ব্যাগে ছোট আকারের তাওয়াল রাখাতে পারেন। অফিসের পৌঁছানোর পরে তাওয়াল দিয়ে ভাল করে মাথা ও শরীরের অন্যান্য অঙ্গ মুছে নিতে পারেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা