ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলি অভিযানে ১৬ কবরস্থান ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক: গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূল করতে টানা প্রায় সাড়ে ৩ মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে ভূখণ্ডটির হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এমনকি কবরস্থানগুলোকেও ছাড়ছে না তারা। ভূখণ্ডটির ১৬ টি কবরস্থান ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী।

আরও পড়ুন: দোনেৎস্কে হামলায় নিহত ২৭

সোমবার (২২ জানুয়ারি) মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজার কমপক্ষে ১৬ টি কবরস্থান ধ্বংস করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। মূলত উপগ্রহ চিত্র ও সোশ্যাল মিডিয়া ফুটেজের মাধ্যমে এ তথ্য সামনে এনেছে সংবাদ মাধ্যমটি।

এতে আরও বলা হয়, গাজায় স্থল অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার ব্যবহার করে কবরস্থানগুলো ভেঙে দিয়েছে। এতে করে কবর থেকে কিছু মৃতদেহও বের হয়ে গেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তুষার ঝড়, নিহত ৮৯

মার্কিন এ সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উদ্ধৃত আইন বিশেষজ্ঞরা বলেছেন, কবরস্থানের মতো স্থানগুলোকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা ও এগুলোকে সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ হিসাবে বিবেচিত হতে পারে।

এছাড়া স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ও ভিডিওগুলো বিশ্লেষণ করে সিএনএন বলছে, অন্যান্য ক্ষেত্রে ইসরায়েলি বাহিনী কবরস্থানকে সামরিক ফাঁড়ি হিসাবে ব্যবহার করেছে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত ৫৫

ইসরায়েলি একজন সামরিক মুখপাত্র সিএনএনকে জানান, তারা গাজায় কিছু কবর খনন করেছে। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের সময় আটক করা ইসরায়েলি বন্দিদের সেখানে কবর দেওয়া হয়েছিল, কিনা তা নির্ধারণ করতেই এটি করা হয়েছে।

তার অভিযোগ, গাজার কবরস্থানগুলোকে হামাস সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এ পরিস্থিতিতে কবরস্থানগুলোকে লক্ষ্যবস্তু করা ছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর আর কোননো উপায় ছিল না বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: ইরানের ইন্টেলিজেন্স প্রধান নিহত

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী আনাদোলুকে জানায়, তারা লাশ তোলার জন্য গাজার কিছু কবর খুলেছে। হামাস সেখানে কথিত ইসরায়েলিদের কবর দিয়েছে কিনা, তা নির্ধারণ করার জন্য এটি করা হয়।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় ভূখণ্ডটিতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ১০৫ জনে। আহত হয়েছেন আরও ৬২ হাজার ৬৮১ জন।

আরও পড়ুন: সিরিয়ায় বিমান হামলা, ১০ বেসামরিক নিহত

জাতিসংঘ বলছে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া হাজার হাজার মানুষ কোনো ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক অঞ্চলটিতে প্রবেশ করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ থেকে বন্ধ অর্ধকোটি মোবাইল সিম, বিটিআরসির কড়াকড়ি শুরু

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনের আগে সিম ব্যবহারের অপব্যবহ...

গণভোট নিয়ে সমঝোতার ইঙ্গিত, প্রধান উপদেষ্টার ওপর আস্থা এনসিপির

গণভোটের সময়সূচি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পতনের কারণ : দোভাল

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের ম...

আজ থেকে বন্ধ অর্ধকোটি মোবাইল সিম, বিটিআরসির কড়াকড়ি শুরু

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনের আগে সিম ব্যবহারের অপব্যবহ...

গণভোট নিয়ে সমঝোতার ইঙ্গিত, প্রধান উপদেষ্টার ওপর আস্থা এনসিপির

গণভোটের সময়সূচি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনছে সরকার

জবাবদিহির আওতায় আনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের, এ কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্...

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট

ফরিদপুরের বোয়ালমারীতে নারায়ণ চন্দ্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা