ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিম তীরের মসজিদে ইসরায়েলি হামলা 

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরের একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাথমিকভাবে সেখানে ১ জনের নিহতের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: গাজায় ইসরাইলের হামলায় নিহত ২৯

রোববার (২২ অক্টোবর) ফিলিস্তিনি চিকিৎসকদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদের নিচে কম্পাউন্ডে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনী বলছে, ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অবস্থিত আল-আনসার মসজিদে হামলায় হামাস ও ইসলামিক জিহাদের বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। হামলার পরিকল্পনা করার জন্য তারা কমান্ড সেন্টার হিসেবে ঐ ভবনটিকে ব্যবহার করে আসছিল।

আরও পড়ুন: ইসরায়েলিদের ভিসামুক্ত প্রবেশাধিকার দিল যুক্তরাষ্ট্র

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য মসজিদটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হামলায় মসজিদের বাইরের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে এবং ঘটনাস্থলে ছুটে আসছেন চিকিৎসকরা।

তবে এ হামলায় হতাহতের পরস্পর বিরোধী রিপোর্ট পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: ভারত ছাড়লেন কানাডার ৪১ কূটনীতিক

বার্তা সংস্থা রয়টার্স জেনিন শরণার্থী শিবিরে হামলায় ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানানোর পর ফিলিস্তিনি চিকিৎসকরা বলেন, হামলায় অন্তত ১ জন নিহত হয়েছেন।

গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরে এটি ইসরায়েলের দ্বিতীয় বিমান হামলা। যদিও গাজার মসজিদগুলোতে ইসরায়েলি বাহিনীর হামলা খুবই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। সর্বশেষ গত ২ দিন আগে ইসরায়েলের হামলায় গাজার একটি ঐতিহাসিক মসজিদ ধসে পড়েছে।

আরও পড়ুন: গাজায় ঢুকল ত্রাণবাহী ট্রাক

শুক্রবার (২০ অক্টোবর) মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছিল, ইসরায়েলি বাহিনীর হামলায় ধসে পড়েছে গাজা উপত্যকার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ। সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ গাজার উত্তরাঞ্চলে অবস্থিত মসজিদটি ধ্বংস হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

সোশ্যার মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সংবাদ মাধ্যমটি ঐ মসজিদটির ৩ টি ছবিও প্রকাশ করে।

আরও পড়ুন: আলজাজিরা বন্ধে বিল পাস

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকেই গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। তাদের নির্বিচার এ হামলায় এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা ১৫০০ জনেরও বেশি।

ইসরায়েল দাবি, তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে তাদের এসব হামলায় হামাসের যোদ্ধাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেখানকার বেসামরিক মানুষ।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ২ সপ্তাহেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার স্কুল, হাসপাতাল, মসজিদ ও গির্জাও।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

রামগড়ে অবৈধ ইন্টারনেট সরঞ্জামসহ তিনজন আটক

খাগড়াছড়ির রামগড়ে খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষ থেকে অবৈধ ইন্টারনেট...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য আটক

মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুস সো...

প্রাকৃতিকভাবে জন্মানো উদ্ভিদগুলোর মাধ্যমেই নিরাপদ খাদ্য নিশ্চিত হতে পারে

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

লকডাউন সফল করতে ট্রাকে আগুন দেওয়া আজাহার—দিনে বিএনপি, রাতে আওয়ামী লীগ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন স...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কানকাটা কাদিরা খুন, প্রবাসীসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫)কে পিটিয়ে ও ক...

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ফেলে ‘শাটডাউন’ পালন

ডাসার উপজেলার গোপালপুর থেকে মেলকাই পর্যন্ত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা