ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

স্বাধীনতার ৭৫ বছর পর বিদ্যুৎ পেল তেথান

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী উন্নয়ন প্যাকেজ প্রকল্পের অধীনে স্বাধীনতার প্রায় ৭৫ বছর পর বিদ্যুৎ পেলেন ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের পাহাড়ি অঞ্চলের অনন্ত নাগ জেলার ডোরু ব্লকের প্রত্যন্ত গ্রাম তেথান। ওই গ্রামের লোক সংখ্যা আনুমানিক ২০০ জন।

আরও পড়ুন : সাইক্লোন-বন্যায় ক্যালিফোর্নিয়ায় নিহত ১২

যুগের পর যুগ ওই এলাকায় কোনো বিদ্যুৎ সরবরাহ ছিল না। ফলে সেখানে অন্ধকার নামলেই স্থানীয়রা বিকল্প উপায়ে বাড়ি আলোকিত করে রাখতেন।

আলোর উৎস হিসেবে বিভিন্ন তেলের বাতি বা মোমবাতি জ্বলত বাড়িগুলোতে। রাতে চাঁদের আলোর উপরও নির্ভর করতেন বাসিন্দারা।

আরও পড়ুন : ব্রাজিলে দাঙ্গার ঘটনায় গ্রেফতার ২০০

রোববার (৮ জানুয়ারি) পাহাড়ি প্রত্যন্ত গ্রাম তেথানে বিদ্যুৎ সরবরাহ হওয়ার পর প্রথমবার বাল্ব জ্বালিয়ে গ্রামের বাসিন্দারা আনন্দ উপভোগ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের প্রতি এসময় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য কাজ করার জন্য।

আরও পড়ুন : মাখনে ভরে গেলো ড্রেন-খাল!

তেথানের বাসিন্দা ফজুল উদ্দিন খান জানান, ‘আমরা আজ প্রথমবারের মতো বিদ্যুৎ দেখেছি। আমাদের ছেলেমেয়েরা এখন বিদ্যুতের আলোতে লেখাপড়া করবে।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত আমরা আমাদের শক্তির প্রয়োজনের জন্য কাঠের ওপর নির্ভর করতাম। আমাদের সমস্যা এখন সমাধান হয়েছে। বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা সরকার ও সংশ্লিষ্ট বিভাগের কাছে কৃতজ্ঞ।’

আরও পড়ুন : পতাকা নিষিদ্ধ করল ইসরায়েল

জাফর খান নামে গ্রামের অপর এক বাসিন্দা জানান, ‘আজ আমরা ভাগ্যবান যে সরকার বিদ্যুৎ সরবরাহ করেছে।’

বিদ্যুৎ অধিদফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ওই গ্রামে দ্রুত বিদ্যুৎ আনা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ করতে কাজ শুরু হয়েছিল ২০২২ সালে।

আরও পড়ুন : সীমান্তে বাস উল্টে নিহত ২১

তিনি আরও জানান, আমরা এখানে একটি ৬৩ কিলো ভোল্টের ট্রান্সফরমার লাগিয়েছি।’সূত্র : হিন্দুস্তান টাইমস।

বৈদ্যুতিক বিভাগ সূত্রে, সমগ্র ব্যবস্থা গড়ে তুলতে ব্যবহার করা হয়েছে ৬৩ (KV) ট্রান্সফর্মার, সাথে রয়েছে ৩৮টি হাইটেনশন তার এবং ৯৭টির মতো বৈদ্যুতিক খুঁটি। আপাতত ওই গ্রামের ৬০টি বাড়িতেই এসেছে আলো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা