মারা গেছেন ‘ভারতের প্রথম ভোটার’ নেগি
আন্তর্জাতিক

মারা গেলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীন ভারতের প্রথম ভোটার হিসেবে পরিচিত দেশটির হিমাচল প্রদেশের কিন্নৌড়ের বাড়ীতে শ্যাম শরণ নেগি ১০৫ বছর বয়সে শনিবার (৫ নভেম্বর) মারা গেছেন।

আরও পড়ুন : ইমরানেরর ওপর হামলা সাজানো নাটক

রোববার (৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। শ্যাম শরণ এরপর থেকে প্রতিটি নির্বাচনেই ভোট দিয়েছেন। অর্থাৎ ৩৪ বার ভোট প্রদান করেছেন তিনি।

শনিবার (৫ নভেম্বর) শতবর্ষী এই ব্যক্তি মৃত্যুর ঠিক তিন দিন আগে তার রাজ্য হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন।

অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যাম শরণ নেগিকে প্রথম ভোটার বলে ধারণা করা হয়। হিমাচল রাজ্যটিতে ভারি তুষারপাতের কারণে ১৯৫২ সালের নির্বাচনের জন্য ৬ মাস আগে ১৯৫১ সালেই ভোটকেন্দ্র চালু করা হয়েছিল। সেই ভোটে ভারতীয় জাতীয় কংগ্রেস নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল।

আরও পড়ুন : ১২০ ইউক্রেনীয় সেনা নিহত

১৮৪৮ থেকে ১৯৪৭ সালের মধ্যে প্রায় একশ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর জওহরলাল নেহেরু ভারতের প্রথম গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন।

জওহরলাল নেহেরু ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পরে ভারতের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন।

১২ নভেম্বর ভারতের হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু শ্যাম শরণ নেগি পোস্টাল ব্যালটে ১০ দিন আগেই গত বুধবার (২ নভেম্বর) ভোট দিয়েছেন। ভোটদানের সময় নির্বাচনী কর্মকর্তারা লাল কার্পেট বিছিয়ে তাকে স্বাগত জানান।

আরও পড়ুন : সুস্থ হয়ে ফের রাজপথ দখল করবো

প্রসঙ্গত, বার্ধক্যজনিত কারণে এবার ভোটকেন্দ্রে যেতে পারেননি। ফলে বাড়িতেই তার ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়।

২০১৪ সালে শ্যাম শরণ নেগি নির্বাচন কমিশনের শুভেচ্ছাদূত হন এবং সাধারণ নির্বাচনে ভোট দিতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন।

ভারতীয় একটি গণমাধ্যম বুধবার এক প্রতিবেদনে জানায়, নেগি এক বিবৃতিতে তরুণদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে তরুণদের এগিয়ে আসা উচিত।

আরও পড়ুন : হত্যা পরিকল্পনার পেছনে সরকার জড়িত

এদিকে শনিবার এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যাম শরণ নেগির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্যাম শরণ নেগিকে কাল্পা গ্রামে দাহ করা হবে। সূত্র: বিবিসি।

১৯৫৭ সালের ১ জুলাই ভারতের হিমাচল প্রদেশের কল্পা গ্রামে জন্মগ্রহণ করেন শ্যাম শরণ। পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন।

আরও পড়ুন : রাজধানী দিল্লির সব প্রাথমিক স্কুল বন্ধ

সম্মাননা :

২০০৭ সালে ভারতের জাতীয় নির্বাচন কমিশন সরকারিভাবে নেগিকে স্বাধীন ভারতের প্রথম ভোটার হিসেবে ঘোষণা করে।

২০১০ সালে তিনি নির্বাচন কমিশন কর্তৃক সংবর্ধিত হন এবং ২০১৪ সালে নির্বাচন কমিশনের শুভেচ্ছা দূত মনোনীত হন। নির্বাচনে সাধারণ মানুষকে ভোট দিতে উদ্বুদ্ধ করতেন নেগি।

আরও পড়ুন : ইমরান খান গুলিবিদ্ধ, নিহত ২

২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে গুগল তার এই কাহিনী নিয়ে একটি ভিডিও তৈরি করে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল।

২০১৬ সালে সনম রে চলচ্চিত্রে তাকে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত 

ভোলা প্রতিনিধি: তীব্র তাপদাহ থেকে...

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাস চাপায় চুয়েট...

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাঁখা...

শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্...

আবারও কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে তিন...

রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

রংপুর প্রতিনিধি : সারাদেশের মতো র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা