সান নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৭২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দুইশতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৯৭৮ জনে।
আরও পড়ুন: ডেপুটি স্পিকার ফজলে রাব্বী আর নেই
শনিবার (২৩ জুলাই) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬৪ হাজার ৬০৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩২ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৩৬ লাখ ৪৭৮ জনে।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে সহায়তার প্রস্তাব চীনের
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। গত একদিনে দেশটিতে নতুন করে ১ লাখ ৬ হাজার ৪৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩২১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ২১ লাখ ৪৫ হাজার ৮৩৯ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৫১ হাজার ৯১২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৮ কোটি ৭২ লাখ ২০ হাজার ৯৮৬ জন।
এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ২৭৫ জন, স্পেনে ১৮১ জন, ইতালিতে ১৫৫ জন, ফ্রান্সে ১১৩, মেক্সিকোয় ১১৫ জন, রাশিয়ায় ৪১ জন, অস্ট্রেলিয়ায় ৬৪ জন এবং তাইওয়ানে ৮৬ জন মারা গেছেন।
আরও পড়ুন: চবিতে যৌন নিপীড়ন, গ্রেফতার ৪
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
সান নিউজ/এফএ