আন্তর্জাতিক ডেস্ক: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ারও দুই বছরেরও বেশি সময় পর চীনে প্রথম শহরব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটির বৃহত্তম শহর সাংহাইয়ে দুই ধাপে ৯ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।
রোববার শহরটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৪৫০০ ছাড়িয়েছে। এর আগে এলাকা বা কমিউনিটিভিত্তিক লকডাউন ঘোষণা করা হয়েছিল। কিন্তু সংক্রমণের হার না কমায় এবার পুরো শহরে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন: পুতিন একটা কসাই!
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শহরটির দুই অঞ্চলে ২ ধাপে লকডাউন কার্যকর হবে। শহরের পূর্বাঞ্চলে সোমবার থেকে পহেলা এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। আর পশ্চিম অংশে ১এপ্রিল-৫ এপ্রিল পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, লকডাউনের সময় নগরীর গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে কিংবা বাড়ি থেকে কাজ চালাতে হবে।
সাননিউজ/জেএস
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            