ব্রিটেনে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম প্রিসটাইকো (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ন্যাটোকে ‘না’ বলতে যাচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম প্রিসটাইকো বলেছেন, যুদ্ধ এড়াতে ন্যাটো সামরিক জোটে যাওয়ার প্রচেষ্টা থেকে সরে আসতে পারে ইউক্রেন। সীমান্তে সেনা ও ভারী অস্ত্র মোতায়েনের পর রাশিয়া ‘যেকোনো দিন’ ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এই আশঙ্কার দুই দিনের মাথায় এসব কথা বলেন ভাদিম প্রিসটাইকো।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যেন ন্যাটো সামরিক জোটে যোগ না দেয়, সে বিষয়ে শুরু থেকেই বলে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, জোটের সঙ্গে ইউক্রেনের ক্রমবর্ধমান সম্পর্ক ন্যাটো ক্ষেপণাস্ত্রের লক্ষ্যে পড়ে যেতে পারে রাশিয়া। তাই যেকোনো উপায়ে মস্কো এটি প্রতিরোধ করবে।

রাষ্ট্রদূত ভাদিম প্রিসটাইকো বলেন, যুদ্ধ এড়াতে আটলান্টিক সামরিক জোটে যোগ দেওয়া থেকে ফিরে আসতে ইচ্ছুক ইউক্রেন। কেননা এ বিষয়ে তাদের নিয়মিতভাবে চাপ দেওয়া হচ্ছে এবং হুমকি আসছে।

প্রসঙ্গত, ন্যাটো জোটের সদস্য নয় ইউক্রেন। তবে দেশটি ২০০৮ সাল থেকে প্রতিশ্রুতি দিয়ে আসছে যে, তারা ন্যাটো সামরিক জোটে যোগ দেবে। দেশটি ন্যাটো সদস্য হলে মার্কিন নেতৃত্বাধীন জোটকে রাশিয়ার সীমান্তে নিয়ে আসবে। এর প্রেক্ষিতে ওই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন: বিশ্বে তেলের দাম বৃদ্ধিতে রেকর্ড

এদিকে, সম্প্রতি ইউক্রেনে সীমান্তের কাছে ১ লাখের বেশি সেনা ও ভারী অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। এরপর যুক্তরাষ্ট্র ও ন্যাটো বলে আসছে, হামলা চালিয়ে ইউক্রেন দখলে নিতে পারে মস্কো। তবে ক্রেমলিন বারবার এই হামলার কথা অস্বীকার করেছে। তারা এটাকে সামরিক মহড়া হিসেবে উল্লেখ করছে।

হোয়াইট হাউস বলছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রোববার সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলমান সংকট সমাধানে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে তিনি সম্মত হয়েছেন।

আরও পড়ুন: চ্যালেঞ্জ দিলেন রেজা কিবরিয়া

এর আগে রোববার অস্ট্রেলিয়া জানায়, রাশিয়া-ইউক্রেন সীমান্তের পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। তাই কিয়েভে তাদের দূতাবাস খালি করা হচ্ছে। যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ানদের ইউক্রেন ছাড়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) ইউক্রেন থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। তার আগের দিন মার্কিন নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ দেয় বাইডেন প্রশাসন।

আরও পড়ুন: বিএনপিকে পরাস্ত করা হবে

এছাড়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, কিয়েভ সরকার বা তৃতীয় দেশগুলোর সম্ভাব্য উসকানির পরিপ্রেক্ষিতে আমরা ইউক্রেনে রাশিয়ান বিদেশি মিশনের কর্মীদের সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের দূতাবাস ও কনস্যুলেটগুলো তাদের মৌলিক দায়িত্ব পালন করে যাবে।

অন্যদিকে, নিউজিল্যান্ডও তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন ছেড়ে চলে যেতে বলেছে। একই সঙ্গে ব্রিটেন, জাপান, লাটভিয়া ও নরওয়ে তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার জন্য বলেছে। ইসরায়েল জানিয়েছে, তারা দূতাবাসের কর্মী ও স্বজনদের দ্রুত সরিয়ে নিচ্ছে। এছাড়া আরও কয়েকটি দেশ একই উদ্যোগ নিয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত, এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন নিয়ে নতুন শঙ্কা

বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার...

পাথর তোলায় রাজনৈতিক দলের ‘ঐকমত্য’, পরে লুট

বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ থাকলেও পাথর উত্তোলনে রাজনৈতিক দলগুলোর স্থান...

যমুনা সেতুর পশ্চিমে মহাসড়ক অবরোধ, বিচ্ছিন্ন ঢাকা-উত্তরবঙ্গ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রক...

যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, রাজনীতি থেকে মাইনাস হবে: সালাহউদ্দিন

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা