আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ইসলামাবাদ থেকে আফগানিস্তানের রাজধানী কাবুল পর্যন্ত ফ্লাইট পুনরায় শুরু হচ্ছে আগামী সপ্তাহে। গত মাসে বিদ্রোহী গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এটিই হবে প্রথম বিদেশি কোনও বাণিজ্যিক ফ্লাইট।
শনিবার (১১ সেপ্টেম্বর) পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একজন মুখপাত্র এ তথ্য জানান। এজেন্সি ফ্রান্স প্রেস-এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পিআইএ’র মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বলেন, ফ্লাইট পরিচালনা করার জন্য আমরা প্রযুক্তিগত ছাড়পত্র পেয়েছি। আমাদের প্রথম বাণিজ্যিক বিমান কাবুলের উদ্দেশে সোমবার (১৩ সেপ্টেম্বর) ইসলামাবাদ থেকে উড্ডয়নের কথা রয়েছে।
সাননিউজ/এমআর