আন্তর্জাতিক ডেস্ক : দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৩১ জুলাই) বিএসএফ-এর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তা জানান, স্থানীয় সময় শুক্রবার (৩০ জুলাই) রাত ৮টা ৪৮ মিনিটে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে সন্দেহজনক চলাচলের বিষয়টি নজরে আসে বিএসএফের। পরিস্থিতি পর্যবেক্ষণ করে অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত হন সীমান্তরক্ষীরা।
বিএসএফ-এর পক্ষ থেকে অনুপ্রবেশকারীদের সতর্ক করা হয়। কিন্তু তারা সেই সতর্কতা কানে তোলেনি। ফলে তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ সদস্যরা।
এর আগে গত বছরের আগস্টে পাঞ্জাবের ইন্দো-পাক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচ অনুপ্রবেশকারী বিএসএফ-এর গুলিতে নিহত হয়।
সান নিউজ/ এমএইচআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            