আন্তর্জাতিক

প্রথমবারের মতো তিব্বত সফরে শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো চীনা প্রেসিডেন্ট হিসেবে তিব্বত সফরে গেছেন শি জিনপিং। ২১-২২ জুলাই তিনি তিব্বতে ছিলেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা সিনহুয়া নিউজ।

সিনহুয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি ফ্লাইটে বেইজিং থেকে প্রথমে তিব্বতের নিংচিতে নামেন শি জিনপিং। তারপর সেখান থেকে ট্রেনে তিনি তিব্বতের রাজধানী লাসায় যান।

লাসায় পোটালা প্রাসাদ স্কয়্যার ও এর সংলগ্ন বৌদ্ধ সন্ন্যাসীদের আশ্রম পরিদর্শন করেন প্রেসিডেন্ট। পাশাপাশি তিব্বতের সংখ্যাগুরু বৌদ্ধ সম্প্রদায়ের সন্ন্যাসী ও নেতৃবৃন্দ ও সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। লাসার পোটালা প্রাসাদ স্কয়্যারের বৌদ্ধ সন্ন্যাসীদের আশ্রমের এক সময়কার প্রধান ছিলেন তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামা।

দুই দিনের এই সফরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে তিব্বত যেসব পরিবেশবান্ধব কর্মসূচি নিয়েছে, সেসব প্রত্যক্ষ করেন প্রেসিডেন্ট। পাশপাশি প্রথাগত ঐতিহ্য সংরক্ষণে তিব্বতের জনগণের সচেতনতা ও আন্তরিকতার প্রশংসাও করেন তিনি।

চীনের রাষ্ট্রপতির এই সফরে শি জিনপিংয়ের সঙ্গে ছিলেন চীনের কেন্দ্রীয় মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ঝ্যাং ইউক্সিয়া এবং চীনের সেনা বাহিনীর একজন জ্যেষ্ঠ জেনরেল।

এর আগে ২০১১ সালে একবার তিব্বত সফর গিয়েছিলেন শি জিনপিং। তবে তখন তিনি চীনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

হিমালয় পর্বতমালা ঘেঁষা তিব্বতের সঙ্গে সীমান্ত আছে চীন এবং ভারতের। তবে ১৯৫০ সাল থেকে এই অঞ্চলটি দখল করে আছে চীন। এই নিয়ে চীনের সঙ্গে একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছে ভারত। এর মধ্যে গত বছরের সংঘাত ছিল ভয়াবহ। সেই সংঘাতে উভয় দেশের বহু সেনা সদস্য হতাহত হয়েছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা