আন্তর্জাতিক

গো-রক্ষকদের তৎপরতা, পেটালো মুসলিম ব্যবসায়ীকে

আর্ন্তজাতিক ডেস্ক: মাংস পরিবহন ও বিক্রির ব্যবসায় যুক্ত এক মুসলমান ব্যক্তিকে পেটানো হয়েছে। নিজেকে গো-রক্ষক দাবি করা এক ব্যক্তির নেতৃত্বাধীন একটি দল মোহাম্মদ শাকির নামের ওই ব্যক্তিকে পেটায়। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের একটি রাজ্যে।

গত রবিবার রাজ্যের মোরাদাবাদ জেলায় এই ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শাকিরের ভাই। হামলাকারীরাও শাকিরের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের বিভিন্ন অঞ্চলে গো-রক্ষার নামে মুসলমানদের পিটিয়ে হত্যার শুরু করে উগ্র হিন্দুত্ববাদীরা। হিন্দুদের কাছে গরু পবিত্র। গো-রক্ষকরা ভারতে গরু জবাই ও গরুর মাংস খাওয়ার বিরোধিতা করে আসছে।

ভারতের বেশ কয়েকটি রাজ্যে গরু জবাই ও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। করছে দীর্ঘদিন ধরে ব্যাপক সমালোচনার মুখেও নীরব ছিলেন মোদি। অবশেষে ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিবাদের গো-রক্ষকদের হুঁশিয়ার করে দেন মোদি। বেশ কিছু দিন গো-রক্ষকদের তাণ্ডবের কথা প্রকাশ্যে আসা বন্ধ থাকলেও সম্প্রতি আবারও সামনে এসেছে উত্তর প্রদেশে মুসলিম নির্যাতনের তথ্য।

গত রবিবার বিকেলে মোহাম্মদ শাকিরকে পেটানোর পর যে মামলা দায়ের করা হয়েছে তাতে তার বিরুদ্ধে অন্যায়ভাবে প্রাণী হত্যা, সংক্রমণ ছড়ানোর কার্যক্রম এবং কোভিড লকডাউনের নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

ওই অঞ্চলে কর্মরত পুলিশের এক ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট এনডিটিভিকে জানান, শাকিরকে গ্রেফতার করা হয়েছিলো কিন্তু কারাগারে পাঠানো হয়নি কেননা তার বিরুদ্ধে আনা অভিযোগ জামিনযোগ্য। শাকিরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন তিনি।

তবে শাকিরের ওপর হামলার নেতৃত্ব দেওয়া মনোজ ঠাকুরকে এখনও গ্রেফতার করা হয়নি। চার জনকে গ্রেফতার করা হয়েছে আর বাকি দুই জন পলাতক রয়েছে বলে জানিয়েছে মোরাদাবাদ পুলিশ।

জেলা পুলিশ প্রধান প্রভাকর চৌধুরী বলেন, ‘আমরা মাংস বিক্রেতাকে পেটানোর একটি ভিডিও পেয়েছি আর একটি মামলা দায়ের করেছি। নাম-ছয় জন অভিযুক্তের নাম পেয়েছি। তাদের খোঁজা অব্যাহত রেখেছি আর শিগগিরই গ্রেফতার করবো।’

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে শাকিরের ভাই জানিয়েছেন, স্কুটারে করে ৫০ কেজি মহিষের মাংস বহনের সময় তাকে থামায় মনোজ ঠাকুর ও তার সঙ্গিরা। মামলায় বলা হয়েছে, গো-রক্ষকেরা শাকিরের কাছে ৫০ হাজার রুপি দাবি করে পেটায়। পেটানোর পর পুলিশের কাছে অভিযোগ দায়েরের বিষয়ে হুঁশিয়ার করা হয় তাকে।

মোবাইল ফোনে ধারণ করা ছবিতে দেখা গেছে, শাকিরকে ঘিরে রেখেছে মনোজ ঠাকুর ও তার সঙ্গীরা। পরে মনোজ লাঠি দিয়ে শাকিরকে পেটালে সে মাটিতে পড়ে যায়। হামলাকারীদের খোঁজে পুলিশের অভিযান অব্যাহত রাখলেও অজ্ঞাত স্থান থেকে এক বিবৃতি পাঠিয়েছেন মনোজ।

স্থানীয় সাংবাদিকদের কাছে ছড়িয়ে দেওয়া বিবৃতিতে মনোজ ঠাকুর বলেন, আমরা এই লোককে থামানো চেষ্টা করি কিন্তু সে আমাদের গাড়ি দিয়ে ধাক্কা দেয়। একজনকে পেটাতে দুটি লাঠির ব্যবহার অপরাধ কিন্তু কাউকে হত্যার চেষ্টা তা নয়?

আমি গো-হত্যাকারীকে থামানোর চেষ্টা করি কিন্তু এখন পুলিশ আমাকে হুমকি দিচ্ছে। প্রশাসন আমাকে একটি পুলিশের দল দিক... আমি এই চক্র উন্মোচন করবো।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে স্বর্ণের কারিগরকে কুপিয়ে জখম

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে...

বজ্রপাতের সময় করণীয়

লাইফস্টাইল ডেস্ক: চলমান তাপপ্রবাহ...

নিজ্জর হত্যায় সন্দেহভাজন ৩ জন গ্রেফতার 

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় বসবাসর...

উপজেলা চেয়ারম্যান প্রার্থী পান্নার গণসংযোগ

রাজীব চৌধুরী, কেশবপুর : আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে...

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার ম...

নবনির্মিত এএফআইপি ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেনানিবাসে...

বরিশালে সংঘর্ষ, বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: বরিশালের নথুল্লাব...

হেলিকপ্টারে স্ত্রীকে আনলেন পোশাক শ্রমিক

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রফিকুল আ...

ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর মাইজদীতে সিজার অপারেশনের সময় ভ...

যুদ্ধের কারণে বিশ্ব অর্থনৈতিক সংকটে 

নিজস্ব প্রতিবেদক: আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা