আন্তর্জাতিক

মায়ের পায়ের নিচে সন্তানের লাশ!

আন্তর্জাতিক ডেস্ক : অসুর বিনাশী দুর্গা নন তিনি। এরপরও তার পায়ের নিচে সন্তানের লাশ। সন্তানকে হারিয়ে শোকে পাথর বনে যাওয়া মায়ের এই ছবি ছড়িয়ে পড়েছে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে। এই একটি ছবি পুরো ভারতের করোনা সংক্রমণের ভয়াবহতার আংশিক চিত্র তুলে ধরেছে।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের বারনাসী শহরের ব্যস্ত সড়ক থেকে ছবিটি তোলা হয়েছে। ক্লান্ত-বিধ্বস্ত চন্দ্রকলা সিং বসে আছেন একটি ইলেকট্রিক রিকশায়। আর তার পায়ের নিচে পড়ে আছে ২৯ বছরের ছেলে বিনিত সিংয়ের লাশ।

বিবিসি জানিয়েছে, সোমবার সকালে চন্দ্রকলা সিং তার অসুস্থ ছেলেকে নিয়ে গিয়েছিলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি হাসপাতালে।

বিনিতের চাচা জয় সিং বিবিসি হিন্দিকে বলেন, তার ভাইপোর কিডনির সমস্যা ছিল এবং বেশ কয়েকবার তাকে বেনারস হিন্দু ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সোমবার ডাক্তার দেখানোর জন্য এক সপ্তাহ আগে তার নাম লেখানো হয়েছিল। কিন্তু যখন মা ও ছেলে হাসপাতালে গিয়ে পৌঁছালো তখন তাদের জানানো হলো ডাক্তার সেখানে নেই।

তাদেরকে ট্রমা সেন্টারে যাওয়ার পরামর্শ দিয়ে বলা হয়, সেখানে জরুরি বিভাগে রোগী ভর্তি নেওয়া হয়। কিন্তু ট্রমা সেন্টারের প্রবেশমুখে জ্ঞান হারিয়ে পড়ে যায় বিনিত। হাসপাতালের কর্মীরা জানায়, বিনিতের করোনা হয়েছে এবং তাকে ভর্তি নেওয়া যাবে না।

চন্দ্রকলা সিং বলেন, ‘ওরা বললো এর করোনা হয়েছে। তাকে এখান থেকে নিয়ে যান। আমার সন্তান, আমার বাছা শ্বাস নিতে পারছিল না। আমরা অক্সিজেন আর অ্যাম্বুলেন্স ভিক্ষা চাইলাম। কিন্তু কিছুই পেলাম না।’

এরপর চন্দ্রকলা সিং তার ছেলেকে একটি ইলেকট্রনিক রিকশায় করে পাশের বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু তারাও ফিরিয়ে দেয়। তৃতীয় হাসপাতালে যাওয়ার পথে মারা যায় বিনিত। তার মৃতদেহ পড়েছিল মায়ের পায়ের তলায়।

রিকশাতেই শোকে স্তব্ধ হয়ে বসেছিলেন চন্দ্রকলা। ছেলের মৃত্যুতে যখন তিনি বিপর্যস্ত তখন তার কাছ থেকে চুরি হয়ে যায় বিনিতের মেডিকেল রেকর্ড ও ফোন।

ছবিটি প্রথম প্রকাশ হয় স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরনে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে ছড়িয়ে পড়ে সারা ভারতে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

যশোর জেলার কেশবপুরে সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক...

মুন্সীগঞ্জ-১ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাত...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

ভালুকায় পোশাক শ্রমিক দিপু হত্যাকাণ্ডের মূলহোতা অনিক গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস (৩৫)–কে নির্মমভাবে হত্য...

জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেওয়া হয়েছে, কবর জিয়ারতে সর্বস্তরের মানুষ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্...

মোরেলগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের...

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্...

ফেনীতে প্রাথমিকে শতভাগ বই এলেও মাধ্যমিকে অর্ধেকেরও কম সরবরাহ

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থ...

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়া...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা