আন্তর্জাতিক

বাতাসে ছড়াতে পারে করোনা

সান নিউজ ডেস্ক : বাতাসের মাধ্যমে ছড়াতে পারে করোনা, সম্প্রতি মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেটের পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে। চীনের উহান থেকে মহামারি শুরুর পর থেকেই করোনাভাইরাস কীভাবে ছড়ায় তা নিয়ে নানা রকমের গবেষণা চলছে। এতদিন বলা হয়েছে হাঁচি-কাশি, সংস্পর্ষ ও ব্যবহার্য্য জিনিস ছোঁয়ার মাধ্যমে ছড়ায় এই ভাইরাস।

তবে, কয়েকদিন আগে মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত পর্যালোচনায় গবেষকরা জানান, করোনা ছড়াতে পারে বাতাসের মাধ্যমে। আক্রান্ত ব্যক্তির কথা বলা, নিঃশ্বাস, হাসি, চিৎকার এমনকি গানের মাধ্যমেও ছড়াতে পারে কোভিড ১৯ ভাইরাস। তবে, প্রতিবেদনে গবেষকরা এও জানিয়েছেন, খোলা জায়গার তুলনায় ঘরের ভেতরে আক্রান্ত হবার ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে দোকান ও মার্কেটের মতো বদ্ধ জায়গায় যারা যাবেন তারাও থাকবেন ঝুঁকির মধ্যে।

গবেষণাটির তথ্য নিয়ে আই-ই-ডি-সি-আর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের)) সাবেক পরিচালক বে-নজীর আহমেদ বলেন, বদ্ধ জায়গায় বাতাসের মাধ্যমে করোনা ছড়ালে সংক্রমণের ঝুঁকি বাড়বে। দোকান-পাট ও মার্কেটে যারা যাবেন তাদেরও সংক্রমণের ঝুঁকি ব্যাপকভাবে বাড়বে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, এই ভাইরাস বাতাসের মাধ্যমেও খুব দ্রুত ছড়ায়। এটি আমাদের জন্য অনেক বড় হুমকি। ভাইরাসটি বাতাসে অনেকক্ষন টিকে থাকতে পারে। তাই কোন সুস্থ ব্যক্তি যদি শ্বাস-প্রশ্বাস নেয় সেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

এদিকে, ভাইরোলোজিস্ট ও কোভিড নাইন্টিন সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সদস্য ড. নজরুল ইসলাম বলছেন, বদ্ধ জায়গায় বাতাসের মাধ্যমে করোনা ছড়ালে ঘর এবং হাসপাতালের করোনা ওয়ার্ডের রোগীর মাধ্যমে স্বজন ও অন্যান্যদের সংক্রমণ বাড়বে।

তিনি বলেন, করোনা হাসপাতালের একটি ওয়ার্ডে ২০ থকে ২৫ জন রোগী, তাদের স্বজন এবং চিকিৎসক থাকে। তাদের প্রত্যেকের নিঃশ্বাসের মাধ্যমে ভাইরাসটি ছড়াতে পারে।

তবে, ল্যানসেটে প্রকাশিত গবেষণা অনুযায়ী, ঘরে বাতাসের পর্যাপ্ত প্রবাহ থাকলে সংক্রমণের ঝুঁকি অনেকটা কমে যায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ৯ম দিনের আপিল শুনানি চলছে

নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য শুরু হওয়া আপি...

নদীর পাড়ে চলছে মাটিখেকোদের দৌরাত্ম্য, ভাঙন আতঙ্কে গ্রামবাসী

মাদারীপুরের প্রধান দুটি নদী—আড়িয়াল খাঁ ও কুমার নদীর পাড়ের মাটি কেটে নিচ...

জোহরান মামদানির জয়ে ট্রাম্পের হুশিয়ারি

নব-নির্বাচিত মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্ব...

খালেদা জিয়ার সিদ্ধান্তে মনোনয়ন পেলেন সিলেটের আরিফুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটের বহুল আলোচিত বিএনপি নেতা ও সাবেক মেয়র আর...

লিবিয়ায় বাংলাদেশী যুবক অপহরণ, ২০ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করা চক্রের সদস্য গ্রেপ্তার

লিবিয়ায় অপহরণ করে বাংলাদেশী প্রবাসীর কাছ থেকে ২০ লক্ষ টাকা আদায়ের অপরাধে মানব...

২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম বাংলাদেশ ব্যাংক গভর্নরকে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে আগামী ২...

বিএনপি ভেসে আসা দল নয়, বিএনপিকে খাটো করে দেখবেন না

বিএনপিকে খাটো করে দেখবেন না, উপদেষ্টা পরিষদ পক্ষপা...

গুম প্রতিরোধ আইনে চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

গুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ স...

সৌদি আরবে ১৭ হাজার নারী শিক্ষকে দেয়া হবে সংগীত প্রশিক্ষণ

সৌদি আরব সরকার বিদ্যালয় পর্যায়ে সংগীত শিক্ষা চালুর বড় পদক্ষেপ নিয়েছে। দেশের শ...

‘ঘি আমাদের লাগবেই, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব’ — নো হাংকি পাংকি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণভোটের দাবিতে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জামা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা