আন্তর্জাতিক

মিয়ানমারে মৃত্যুর মিছিলে আরও ১০ বিক্ষোভকারী

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতাসীন সামরিক সরকারবিরোধী বিক্ষোভে মৃত্যুর মিছিল অব্যাহত আছে মিয়ানমারে। শুক্রবার (৯ এপ্রিল) দেশটিতে নিহত হয়েছেন আরও ১০ জন। তবে জান্তা সরকারের দাবি, বিক্ষোভ পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে দেশটিতে, কারণ জনগণ শান্তি চায়।

শুক্রবার মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের নিকটবর্তী বাগো শহরে এক বিক্ষোভকারীদের দিকে রাইফেল গ্রেনেড ছুড়েছে নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সেখানে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং মরদেহগুলো একটি প্যাগোডার পাশে স্তুপ করে রাখা হয়েছে।

তবে মিয়ানমার নাও নিউজ এবং মাওকুন অনলাইন নিউজ ম্যাগাজিন বলছে, নিহতের সংখ্যা অন্তত ২০ এবং আহতও হয়েছেন অনেকে। নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্যাগোডাটি ঘিরে রেখেছে।

দেশটির মানবাধিকার সংস্থাগুলো বলছে, গত ১ মে সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ছয়শ ছাড়িয়েছে। গত দু’মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে সামরিক সরকারবিরোধী বিক্ষোভ চলায় কার্যত স্থবির হয়ে পড়েছে মিয়ানমার।

মিয়ানমারের জান্তা সরকারের দাবি, মিয়ানমারে উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়ে আসছে এবং খুব শিগগিরই সরকারের মন্ত্রণালয়, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে।

শুক্রবার দেশটির রাজধানী নেইপিদোতে এক সংবাদ সম্মেলনে জান্তা মুখপাত্র জেনারেল জও মিন তুন বলেন, ‘মিয়ানমারের বিক্ষোভ পরিস্থিতি শান্ত হয়ে আসছে; এর প্রধাণ কারণ, দেশের শান্তিপ্রিয় জনগণ আমাদের পাশে আছে। জনগণের প্রতি আমাদের অনুরোধ— নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন এবং তাদের সহযোগিতা করুন।’

আন্তর্জাতিক বিশ্ব মিয়ানমারের বর্তমান সরকারের পাশে আছে দাবি করে জও মিন তুন বলেন, ‘আমরা বাইরের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও আমাদের সহযোগিতাপূর্ণ বন্ধন অটুট আছে। যারা বলছে, আন্তর্জাতিক বিশ্ব আমাদের পাশে নেই, তারা ভুয়া খবর ছড়াচ্ছে।’

এদিকে, শুক্রবার মিয়ানমারের কারাবন্দিদের সহায়তা দানকারী সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়শেন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এক বিবৃতিতে জানিয়েছে, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৬১৪ জন, যাদের ৪৮ জনই অপ্রাপ্তবয়স্ক। এছাড়া বর্তমানে দেশটিতে রাজনৈতিক কারাবন্দিদের সংখ্যা ২ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে।

এএপিপির বিবৃতির পরই মিয়ানমারের বিক্ষোভকারীদের সম্মান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে দেশটিতে ‍নিযুক্ত যুক্তরাষ্ট্র, ব্রিটেন,কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডসহ ১৮ টি দেশের রাষ্ট্রদূতরা।

বিবৃতিতে তারা বলেন, ‘মিয়ানমারে বিক্ষোভে যারা নিহত হয়েছেন, তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মুক্ত মিয়ানমার গঠনের সংগ্রামে যারা তাদের সর্বস্ব হারিয়েছেন, তাদের পাশে আছি আমরা। আমরা এই মর্মে একমত—মিয়ানমারে সংঘাত অবশ্যই বন্ধ করতে হবে, সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে। সূত্র: রয়টার্স

মিয়ানমারে নিহত আরও ১০

ক্ষমতাসীন সামরিক সরকারবিরোধী বিক্ষোভে মৃত্যুর মিছিল অব্যাহত আছে মিয়ানমারে। শুক্রবার (৯ এপ্রিল) দেশটিতে নিহত হয়েছেন আরও ১০ জন। তবে জান্তা সরকারের দাবি, বিক্ষোভ পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে দেশটিতে, কারণ জনগণ শান্তি চায়।

শুক্রবার মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের নিকটবর্তী বাগো শহরে এক বিক্ষোভকারীদের দিকে রাইফেল গ্রেনেড ছুড়েছে নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সেখানে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং মরদেহগুলো একটি প্যাগোডার পাশে স্তুপ করে রাখা হয়েছে।

তবে মিয়ানমার নাও নিউজ এবং মাওকুন অনলাইন নিউজ ম্যাগাজিন বলছে, নিহতের সংখ্যা অন্তত ২০ এবং আহতও হয়েছেন অনেকে। নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্যাগোডাটি ঘিরে রেখেছে।

দেশটির মানবাধিকার সংস্থাগুলো বলছে, গত ১ মে সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ছয়শ ছাড়িয়েছে। গত দু’মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে সামরিক সরকারবিরোধী বিক্ষোভ চলায় কার্যত স্থবির হয়ে পড়েছে মিয়ানমার।

মিয়ানমারের জান্তা সরকারের দাবি, মিয়ানমারে উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়ে আসছে এবং খুব শিগগিরই সরকারের মন্ত্রণালয়, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে।

শুক্রবার দেশটির রাজধানী নেইপিদোতে এক সংবাদ সম্মেলনে জান্তা মুখপাত্র জেনারেল জও মিন তুন বলেন, ‘মিয়ানমারের বিক্ষোভ পরিস্থিতি শান্ত হয়ে আসছে; এর প্রধাণ কারণ, দেশের শান্তিপ্রিয় জনগণ আমাদের পাশে আছে। জনগণের প্রতি আমাদের অনুরোধ— নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন এবং তাদের সহযোগিতা করুন।’

আন্তর্জাতিক বিশ্ব মিয়ানমারের বর্তমান সরকারের পাশে আছে দাবি করে জও মিন তুন বলেন, ‘আমরা বাইরের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও আমাদের সহযোগিতাপূর্ণ বন্ধন অটুট আছে। যারা বলছে, আন্তর্জাতিক বিশ্ব আমাদের পাশে নেই, তারা ভুয়া খবর ছড়াচ্ছে।’

এদিকে, শুক্রবার মিয়ানমারের কারাবন্দিদের সহায়তা দানকারী সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়শেন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এক বিবৃতিতে জানিয়েছে, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৬১৪ জন, যাদের ৪৮ জনই অপ্রাপ্তবয়স্ক। এছাড়া বর্তমানে দেশটিতে রাজনৈতিক কারাবন্দিদের সংখ্যা ২ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে।

এএপিপির বিবৃতির পরই মিয়ানমারের বিক্ষোভকারীদের সম্মান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে দেশটিতে ‍নিযুক্ত যুক্তরাষ্ট্র, ব্রিটেন,কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডসহ ১৮ টি দেশের রাষ্ট্রদূতরা।

বিবৃতিতে তারা বলেন, ‘মিয়ানমারে বিক্ষোভে যারা নিহত হয়েছেন, তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মুক্ত মিয়ানমার গঠনের সংগ্রামে যারা তাদের সর্বস্ব হারিয়েছেন, তাদের পাশে আছি আমরা। আমরা এই মর্মে একমত—মিয়ানমারে সংঘাত অবশ্যই বন্ধ করতে হবে, সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে। সূত্র: রয়টার্স।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবন এলাকায় সম্...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

আলফাডাঙ্গা কলেজে পরীক্ষা চলাকালে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার যুবক

ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে স্নাতক সম্মান (ডিগ্রি) পরীক্ষা চলাকালে দেশীয়...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

চাকসুর উদ্যোগে ইসলামী ব্যাংক–চবি’র কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি কর্পোরেট...

সাড়ে ৩ ঘণ্টা পর ঝালকাঠিতে সড়ক অবরোধ প্রত্যাহার

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সাম্রাজ্যবাদবিরোধী সংগঠন ‘ইনকিলাব ম...

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে কুষ্টিয়ার মিরপুরে এক ব্যবসায়ীকে জরিমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা