আন্তর্জাতিক

মিয়ানমারে মৃত্যুর মিছিলে আরও ১০ বিক্ষোভকারী

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতাসীন সামরিক সরকারবিরোধী বিক্ষোভে মৃত্যুর মিছিল অব্যাহত আছে মিয়ানমারে। শুক্রবার (৯ এপ্রিল) দেশটিতে নিহত হয়েছেন আরও ১০ জন। তবে জান্তা সরকারের দাবি, বিক্ষোভ পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে দেশটিতে, কারণ জনগণ শান্তি চায়।

শুক্রবার মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের নিকটবর্তী বাগো শহরে এক বিক্ষোভকারীদের দিকে রাইফেল গ্রেনেড ছুড়েছে নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সেখানে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং মরদেহগুলো একটি প্যাগোডার পাশে স্তুপ করে রাখা হয়েছে।

তবে মিয়ানমার নাও নিউজ এবং মাওকুন অনলাইন নিউজ ম্যাগাজিন বলছে, নিহতের সংখ্যা অন্তত ২০ এবং আহতও হয়েছেন অনেকে। নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্যাগোডাটি ঘিরে রেখেছে।

দেশটির মানবাধিকার সংস্থাগুলো বলছে, গত ১ মে সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ছয়শ ছাড়িয়েছে। গত দু’মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে সামরিক সরকারবিরোধী বিক্ষোভ চলায় কার্যত স্থবির হয়ে পড়েছে মিয়ানমার।

মিয়ানমারের জান্তা সরকারের দাবি, মিয়ানমারে উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়ে আসছে এবং খুব শিগগিরই সরকারের মন্ত্রণালয়, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে।

শুক্রবার দেশটির রাজধানী নেইপিদোতে এক সংবাদ সম্মেলনে জান্তা মুখপাত্র জেনারেল জও মিন তুন বলেন, ‘মিয়ানমারের বিক্ষোভ পরিস্থিতি শান্ত হয়ে আসছে; এর প্রধাণ কারণ, দেশের শান্তিপ্রিয় জনগণ আমাদের পাশে আছে। জনগণের প্রতি আমাদের অনুরোধ— নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন এবং তাদের সহযোগিতা করুন।’

আন্তর্জাতিক বিশ্ব মিয়ানমারের বর্তমান সরকারের পাশে আছে দাবি করে জও মিন তুন বলেন, ‘আমরা বাইরের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও আমাদের সহযোগিতাপূর্ণ বন্ধন অটুট আছে। যারা বলছে, আন্তর্জাতিক বিশ্ব আমাদের পাশে নেই, তারা ভুয়া খবর ছড়াচ্ছে।’

এদিকে, শুক্রবার মিয়ানমারের কারাবন্দিদের সহায়তা দানকারী সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়শেন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এক বিবৃতিতে জানিয়েছে, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৬১৪ জন, যাদের ৪৮ জনই অপ্রাপ্তবয়স্ক। এছাড়া বর্তমানে দেশটিতে রাজনৈতিক কারাবন্দিদের সংখ্যা ২ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে।

এএপিপির বিবৃতির পরই মিয়ানমারের বিক্ষোভকারীদের সম্মান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে দেশটিতে ‍নিযুক্ত যুক্তরাষ্ট্র, ব্রিটেন,কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডসহ ১৮ টি দেশের রাষ্ট্রদূতরা।

বিবৃতিতে তারা বলেন, ‘মিয়ানমারে বিক্ষোভে যারা নিহত হয়েছেন, তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মুক্ত মিয়ানমার গঠনের সংগ্রামে যারা তাদের সর্বস্ব হারিয়েছেন, তাদের পাশে আছি আমরা। আমরা এই মর্মে একমত—মিয়ানমারে সংঘাত অবশ্যই বন্ধ করতে হবে, সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে। সূত্র: রয়টার্স

মিয়ানমারে নিহত আরও ১০

ক্ষমতাসীন সামরিক সরকারবিরোধী বিক্ষোভে মৃত্যুর মিছিল অব্যাহত আছে মিয়ানমারে। শুক্রবার (৯ এপ্রিল) দেশটিতে নিহত হয়েছেন আরও ১০ জন। তবে জান্তা সরকারের দাবি, বিক্ষোভ পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে দেশটিতে, কারণ জনগণ শান্তি চায়।

শুক্রবার মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের নিকটবর্তী বাগো শহরে এক বিক্ষোভকারীদের দিকে রাইফেল গ্রেনেড ছুড়েছে নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সেখানে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং মরদেহগুলো একটি প্যাগোডার পাশে স্তুপ করে রাখা হয়েছে।

তবে মিয়ানমার নাও নিউজ এবং মাওকুন অনলাইন নিউজ ম্যাগাজিন বলছে, নিহতের সংখ্যা অন্তত ২০ এবং আহতও হয়েছেন অনেকে। নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্যাগোডাটি ঘিরে রেখেছে।

দেশটির মানবাধিকার সংস্থাগুলো বলছে, গত ১ মে সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ছয়শ ছাড়িয়েছে। গত দু’মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে সামরিক সরকারবিরোধী বিক্ষোভ চলায় কার্যত স্থবির হয়ে পড়েছে মিয়ানমার।

মিয়ানমারের জান্তা সরকারের দাবি, মিয়ানমারে উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়ে আসছে এবং খুব শিগগিরই সরকারের মন্ত্রণালয়, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে।

শুক্রবার দেশটির রাজধানী নেইপিদোতে এক সংবাদ সম্মেলনে জান্তা মুখপাত্র জেনারেল জও মিন তুন বলেন, ‘মিয়ানমারের বিক্ষোভ পরিস্থিতি শান্ত হয়ে আসছে; এর প্রধাণ কারণ, দেশের শান্তিপ্রিয় জনগণ আমাদের পাশে আছে। জনগণের প্রতি আমাদের অনুরোধ— নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন এবং তাদের সহযোগিতা করুন।’

আন্তর্জাতিক বিশ্ব মিয়ানমারের বর্তমান সরকারের পাশে আছে দাবি করে জও মিন তুন বলেন, ‘আমরা বাইরের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও আমাদের সহযোগিতাপূর্ণ বন্ধন অটুট আছে। যারা বলছে, আন্তর্জাতিক বিশ্ব আমাদের পাশে নেই, তারা ভুয়া খবর ছড়াচ্ছে।’

এদিকে, শুক্রবার মিয়ানমারের কারাবন্দিদের সহায়তা দানকারী সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়শেন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এক বিবৃতিতে জানিয়েছে, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৬১৪ জন, যাদের ৪৮ জনই অপ্রাপ্তবয়স্ক। এছাড়া বর্তমানে দেশটিতে রাজনৈতিক কারাবন্দিদের সংখ্যা ২ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে।

এএপিপির বিবৃতির পরই মিয়ানমারের বিক্ষোভকারীদের সম্মান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে দেশটিতে ‍নিযুক্ত যুক্তরাষ্ট্র, ব্রিটেন,কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডসহ ১৮ টি দেশের রাষ্ট্রদূতরা।

বিবৃতিতে তারা বলেন, ‘মিয়ানমারে বিক্ষোভে যারা নিহত হয়েছেন, তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মুক্ত মিয়ানমার গঠনের সংগ্রামে যারা তাদের সর্বস্ব হারিয়েছেন, তাদের পাশে আছি আমরা। আমরা এই মর্মে একমত—মিয়ানমারে সংঘাত অবশ্যই বন্ধ করতে হবে, সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে। সূত্র: রয়টার্স।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানি পেছাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্য...

খাতিরের ঠিকাদারকে কাজ দিতে ডিএনসিসির দরপত্রে ‘কারসাজি’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বাতি স্থাপনের কাজ ‘খাতিরের’...

মেসি ফিরলেন, গোল করলেন, দলকেও জেতালেন

পুরো ম্যাচ খেলেননি, বদলি নেমে মাঠে ছিলেন ৪৫ মিনিট। ম্যাচের এই অর্ধেক সময়েই ব্...

ক্রীড়া উপদেষ্টা আসিফই বলেছিলেন নির্বাচন করতে, দাবি ফারুকের

সরকারের ‘পছন্দে’র মানুষ হিসেবে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলে...

চিকিৎসক নেতা নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বা...

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু

নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বি...

রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেপ্তার, ধানমন্ডি থানার ওসির ব্যাখ্যা তলব

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে গ্রেপ্তার ক...

প্রধান উপদেষ্টা নিজে ক্লিয়ার করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: রিজওয়ানা

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা...

জুলাই সনদে ‘ধর্মনিরপেক্ষতার’ অবস্থান অস্পষ্ট: ডেভিড বার্গম্যান

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা